UGC Warning against Fake Degrees

ভুয়ো অনলাইন ডিগ্রি ও তার বিভ্রান্তিকর সংক্ষিপ্তকরণ নিয়ে সতর্কবার্তা ইউজিসির

ইতিমধ্যেই ‘১০-ডে এমবিএ’র মতো একটি বিভ্রান্তিকর ডিগ্রির বিষয় কমিশনের নজরে এসেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ১৮:০৩
Share:

ইউজিসি। সংগৃহীত ছবি।

গত সপ্তাহেই পড়ুয়াদের উদ্দেশে অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যমে বিভিন্ন বিষয়ের কোর্সে ভর্তির ক্ষেত্রে কী কী বিষয়ে সর্তকতা অবলবম্বন করা উচিত, সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ বার ভুয়ো অনলাইন ডিগ্রি নিয়ে আরও একটি সতর্কবার্তা জারি করল কমিশন। কমিশন স্বীকৃত ডিগ্রি প্রোগ্রামগুলির সংক্ষিপ্ত রূপের অনুকরণে যে সমস্ত প্রতারক এবং জালিয়াতি সংস্থা অনলাইন ডিগ্রি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করে পড়ুয়াদের বিভ্রান্ত করছে, তার জন্যই এই বিশেষ বিজ্ঞপ্তি ইউজিসির।

Advertisement

প্রকাশিত বিজ্ঞপ্তিতে ইউজিসি জানিয়েছে, কিছু কিছু প্রতারক এবং জালিয়াতি সংস্থা বিভিন্ন অনলাইন প্রোগ্রাম চালু করেছে। সেই অনলাইন কোর্স বা প্রোগ্রামগুলির সংক্ষিপ্ত নামগুলি কেন্দ্রের উচ্চ শিক্ষা দফতর স্বীকৃত ডিগ্রি প্রোগ্রামগুলির সংক্ষিপ্ত রূপের মতোই। ইতিমধ্যেই ‘১০-ডে এমবিএ’র মতো একটি বিভ্রান্তিকর ডিগ্রির বিষয় কমিশনের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে কমিশনের সেক্রেটারি প্রফেসর মনীশ আর যোশী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর ইউজিসির তরফে বিভিন্ন ডিগ্রির নামকরণ, মেয়াদ এবং যোগ্যতার মাপকাঠি সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গেজেটের মাধ্যমে। ওই সমস্ত ডিগ্রি কোর্সগুলি বিভিন্ন স্বীকৃত বিশ্ববিদ্যালয় এবং ‘ডিমড বিশ্ববিদ্যালয়’ থেকে পড়ানোর অনুমতি দেওয়া হয়। এ ছাড়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তরফে অনলাইন ডিগ্রি কোর্স চালু করার আগে ইউজিসির অনুমতি গ্রহণের প্রয়োজন হয়। মানতে হয় ইউজিসি নির্ধারিত নিয়মবিধিও। কোন কোন স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে কী কী অনলাইন কোর্স পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে, তারও একটি তালিকা কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। তাই কোনও অনলাইন প্রোগ্রামে ভর্তির আবেদন জানানোর আগে সেটি ভুয়ো না কি স্বীকৃত, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন কমিশনের সেক্রেটারি মনীশ যোশী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন