UGC-NET added new subject

নেট-এ নতুন বিষয় যুক্ত করল ইউজিসি, কোন বিষয়ে অধ্যাপক হওয়ার সুযোগ তৈরি হল?

সম্প্রতি ইউজিসি তাদের ওয়েবসাইটে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাশাপাশি ইউজিসি সভাপতি জগদেশ কুমারও টুইট করে জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৮:৩৬
Share:

ইউজিসি। ছবি: সংগৃহীত।

ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি)-এর তরফে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)-এ একটি নতুন বিষয় যুক্ত করা হয়েছে। আয়ুর্বেদ বায়োলজি বিষয়ে এ বার পরীক্ষা দেওয়া যাবে। সম্প্রতি ইউজিসি তাদের ওয়েবসাইটে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাশাপাশি ইউজিসি সভাপতি জগদেশ কুমারও টুইট করে জানিয়েছেন।

Advertisement

প্রতি বছরই জুন এবং ডিসেম্বর মাসে নেট পরীক্ষা নেওয়া হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র তরফে। সেই মতো এই বছরও জুন মাসে নেট পরীক্ষা হয়েছে। তবে তখন এই বিষয়টি যুক্ত ছিল না। বিজ্ঞপ্তি অনুযায়ী জুন মাসে কমিশনের তরফে একটি বৈঠক আয়োজন করা হয়েছিল। সেখানেই আয়ুর্বেদ বায়োলজি বিষয়ে নেট-এ অন্তর্ভুক্ত করা হবে, এমন সিদ্ধান্ত গ্রহণ হয়। এর পরই চলতি মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য শিক্ষার্থীদের উদ্দেশে জানায় ইউজিসি। চলতি বছরের ডিসেম্বর মাসের নেট-এ এই বিষয়ে পরীক্ষা দিতে পারবেন আগ্রহীরা।

ইউজিসি ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র মাধ্যমে প্রতি বছর দু’বার করে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নিয়ে থাকে। মূলত সরকার অধীনস্থ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পড়ানোর অধিকার পাওয়া যায় এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement