UPSC Main 2025

ইউপিএসসি-র ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষা দিচ্ছেন! কী ভাবে সংগ্রহ করবেন অ্যাডমিট কার্ড?

যে সমস্ত পরীক্ষার্থী চলতি বছর আইএফএস পরীক্ষার জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন, তাঁরাই শুধু ডাউনলোড করতে পারবেন ‘অ্যাডমিট কার্ড’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৮:২৪
Share:

প্রতীকী ছবি।

প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) তরফে আয়োজিত ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (আইএফএস) ‘মেন’ পরীক্ষার অ্যাডমিট কার্ড। ইউপিএসসি-র তরফে ‘ই-অ্যাডমিট’ কার্ডের লিঙ্ক প্রকাশ করা হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থী চলতি বছর আইএফএস পরীক্ষার জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন, তাঁরাই শুধু ডাউনলোড করতে পারবেন ‘অ্যাডমিট কার্ড’।

Advertisement

কী ভাবে দেখতে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড:

১) প্রথমে ইউপিএসসি-র ওয়েবসাইটে (https://upsc.gov.in/) যেতে হবে।

Advertisement

২) ‘হোমপেজ’ থেকে পাওয়া যাবে ‘অ্যাডমিট কার্ড’-এর লিঙ্ক।

৩) প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

৪) শেষ পদক্ষেপে ‘অ্যাডমিট কার্ড’টি ডাউনলোড করা যাবে। পরীক্ষার দিন সঙ্গে রাখার জন্য তার ফোটোকপি করে রাখা প্রয়োজন।

সাধারণত কেন্দ্রীয় সরকার অধীনস্থ পরিবেশ ও বন সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে যে সকল প্রার্থী কাজ করতে চান, তাঁদের আইএফএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রথমে প্রাথমিক পর্বের পরীক্ষা হয়। ওই পর্বে উত্তীর্ণদের ‘মেন’ পরীক্ষায় বসতে হয়। সেখানে উত্তীর্ণ হতে পারলে ইন্টারভিউতে পাশ করতে হয়। তারপরেই ই-মেলে আইএফএস বিভাগে চাকরি। চলতি বছর আইএফএস মেন-এর পরীক্ষা হবে ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। দু’টি ভাগে পরীক্ষা হবে, সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এবং বেলা আড়াইটে থেকে সাড়ে ৫টা পর্যন্ত। ইউপিএসসি-র ওয়েবসাইট থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement