বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্স নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এক বছরের ডিপ্লোমা কোর্স পড়তে পারবেন আগ্রহীরা। প্রতিষ্ঠানের স্কিল ডেভেলমেন্ট সেন্টারের তরফে আয়োজন করা হয়েছে কোর্সটি। স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণেরা পাবেন পড়ার সুযোগ। তবে সে ক্ষেত্রে ব্যাচেলর অফ সায়েন্স, মাস্টার অফ সায়েন্স, ব্যাচেলর অফ কমার্স এবং মাস্টার অফ কমার্স ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। যদি অর্থনীতি বিষয়ে ব্যাচেলর অফ আর্টস অথবা মাস্টার অফ আর্টস ডিগ্রি থাকে তা হলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএচডি থাকলেও ডেটা সায়েন্স পড়া যাবে।
এটি এক বছর এবং দু’টি সেমেস্টারের কোর্স। সপ্তাহে চার দিন সন্ধ্যায় ক্লাস হবে। কোর্স মূল্য ১৪ হাজার টাকা ধার্য করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। মোট ৪৫ জন ভর্তি হতে পারবেন।
‘আগে এলে আগে পাবেন’-এই পদ্ধতিতে ভর্তির সুযোগ দেওয়া হবে। এ জন্য প্রার্থীকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি হওয়া যাবে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।