Fashion Designing Course

ফ্যাশন ডিজ়াইনার হওয়ার স্বপ্ন দেখছেন? জানেন কোথায় পড়ানো হয়? খরচই কত?

ছোটবেলায় ‘কী হতে চাও’ জিজ্ঞাস্যের অনেক সময় উত্তর আসে— ফ্যাশন ডিজ়াইনার। কিন্তু কোথা থেকে পড়া যায় এই বিষয় নিয়ে? কতটা খরচসাপেক্ষ, যোগ্যতাই বা কী প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৮:৫৭
Share:

ফ্যাশন ডিজ়াইনার হওয়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন। ছবি: সংগৃহীত।

ছোট থেকেই সাজপোশাকের বিষয় নো কম্প্রোমাইজ়। কোনও জামা দোকানে ভাল লাগলেও কিনে আনার পর তা আর মানানসই লাগছে না! ব্যাস, তখনই কাঁচি, সূচ-সুতো নিয়ে বসে পড়লেন। ছোটবেলায় ‘কী হতে চাও’ জিজ্ঞাস্যের অনেক সময় উত্তর আসে — ফ্যাশন ডিজ়াইনার। কিন্তু কোথা থেকে পড়া যায় এই বিষয় নিয়ে? কতটা খরচসাপেক্ষ, যোগ্যতাই বা কী প্রয়োজন।

Advertisement

যোগ্যতা

ব্যাচেলর ডিগ্রি করার জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হয়। ভর্তি হওয়ার সর্বোচ্চ বয়ঃসীমা ২৪ বছর।

Advertisement

এ ছাড়াও, ফ্যাশন ডিজ়াইনার হওয়ার জন্য ভাল সেলাই করতে জানতে হয়। খুব সূক্ষ্ম কাজের সেলাই-এর কাজ জানা শিক্ষার্থীদের ফ্যাশন ডিজ়াইনিং পেশায় অনেক সাহায্য করতে পারে।

ভাল আঁকা জানতে হয়। বিভিন্ন ধরনের নকশা তৈরি করা, সেগুলি আঁকা— এই দক্ষতা থাকা প্রয়োজন ফ্যাশন ডিজ়াইনারের।

বর্তমান সময়ের সঙ্গে চলে এমন কী ধরনের পোশাক ট্রেন্ডে রয়েছে, কী ধরনের পোশাকে নজরকাড়া লাগতে পারে, সেই সব বিষয়ের প্রতি ধারণা থাকতে হয়। একইসঙ্গে ট্রেন্ড তৈরি করার দক্ষতাও থাকতে হয়। অর্থাৎ কোন তারকা কী ধরনের পোশাক পরলে, সেই পোশাক ট্রেন্ড হবে, এই বিষয়গুলিও নির্ভর করে ফ্যাশন ডিজাইনারের উপর।

কোর্স

ফ্যাশন ডিজ়াইনিং-এর উপর বিভিন্ন ধরনের কোর্স হয়। দ্বাদশ শ্রেণি পাশের পর ফ্যাশন ডিজ়াইনিং নিয়ে ইউজি পড়তে পারেন শিক্ষার্থীরা। তবে, বিভিন্ন ধরনের ডিপ্লোমা কোর্সও হয়। প্রতিটি কোর্সের সময়সীমা ভিন্ন হয়। এক, দুই বা তিন বছরের কোর্স হয়। ভারতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজ়াইনিং-এর উপর ইউজি, পিজি ডিগ্রি কোর্স করানো হয়। এই প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা ভারতের বিভিন্ন রাজ্যতেও রয়েছে।

১) এনআইএফটি, দিল্লি

২) এনআইএফটি, মুম্বই

৩) এনআইএফটি, ব্যাঙ্গালোর

৪) এনআইএফটি, চেন্নাই

৫) এনআইএফটি, হায়দরাবাদ

৬) এনআইএফটি, পাটনা

৭) এনআইএফটি, কলকাতা

৮) এনআইডি, আমদাবাদ

এই প্রতিষ্ঠানগুলি থেকে ইচ্ছুক শিক্ষার্থীরা ফ্যাশন ডিজ়াইনিং নিয়ে পড়তে পারেন। এ ছাড়াও আরও বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও এই বিষয়ে পড়ানো হয়। রবীন্দ্রভারতী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ডিজাইন, ফ্যাশন কমিউনিকেশন, কস্টিউম ডিজ়াইন-এও বিভিন্ন কোর্স করানো হয়। বেশির ভাগ সরকারি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করার পর প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে শূন্যপদ এবং মেধা তালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যায় এবং এই বিষয়ে স্নাতকোত্তর পড়ার জন্য কোনও নির্দিষ্ট বয়ঃসীমা নেই। তবে, স্নাতকোত্তর পড়ার জন্য এই বিষয়ে স্নাতক পাশ করতেই হয় শিক্ষার্থীদের।

খরচ কত

সরকারি প্রতিষ্ঠানগুলিতে বছরের ভিত্তিতে প্রায় ১০ থেকে ৫০ হাজার টাকা কোর্স ফি দিতে হয়। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই খরচ অনেকটাই বৃদ্ধি পায়। প্রায় ৬০ হাজার টাকা থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করতে হয় এই বিষয়ে পড়ার জন্য। তবে ভাল লাগার বিষয়কেই পেশা করতে কে না চায়। ছোট থেকেই সাজ পোশাকের বিষয়ে যেখানে নো কম্প্রোমাইজ়। বড় হয়ে সেই বিষয়কেই পেশা করতে চান অনেকেই। ফ্যাশন ডিজ়াইনিং পড়ার পর পেশাগত সুযোগও রয়েছে প্রচুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement