WB SET 2025

চলতি বছর সেট দিচ্ছেন? কী ভাবে প্রস্তুতি নেবেন? কোন কোন বিষয়ে পরীক্ষা দেওয়া যায়?

সেট দু’টি পেপারে পরীক্ষা হয়। দু’টি পেপারেই অজেক্টিভধর্মী প্রশ্ন থাকে। ১৪ ডিসেম্বর সেট নেওয়া হবে। ওই দিন প্রথম পত্রের পরীক্ষা বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দ্বিতীয় পত্রের পরীক্ষা বেলা ১২টা থেকে বেলা ২টো পর্যন্ত চলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৮:১৯
Share:

সেট-র প্রস্তুতি। ছবি: সংগৃহীত।

রাজ্যে ২৭তম স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এর আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ১ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত আগ্রহীরা ওই পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। এই পরীক্ষায় উত্তীর্ণেরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে চাকরি করার সুযোগ পাবেন।

Advertisement

৩৩টি বিষয়ে পরীক্ষা দিতে পারবেন আগ্রহীরা। সেগুলি হল— বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, উর্দু, বাণিজ্য, অর্থনীতি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, কেমিক্যাল সায়েন্সেস, ভূগোল, লাইফ সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস, ফিজ়িক্যাল সায়েন্সেস, সোশিয়োলজি, মনোবিদ্যা, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ফিজ়িক্যাল এডুকেশন, ইলেকট্রনিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, সাঁওতালি, গণজ্ঞাপন এবং সাংবাদিকতা, নৃতত্ত্ব, আর্থসায়েন্স, সঙ্গীত, আইন, নেপালি, ম্যানেজমেন্ট, আরবি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সেস।

প্রস্তুতি কী ভাবে?

Advertisement

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উপ-সচিব পার্থ কর্মকার জানিয়েছেন, যে হেতু এমসিকিউ ভিত্তিক প্রশ্ন থাকবে তাই পুরো সিলেবাস খুঁটিয়ে পড়া প্রয়োজন। সময় ধরে অনুশীলন করতেও হবে। গত বছরের প্রশ্নপত্র নিয়ে চর্চা করতে হবে। পাশাপাশি মক টেস্টের অভ্যাস করা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা হওয়ার আগের কয়েকটা সপ্তাহের প্রস্তুতির প্রথম পর্বে পরীক্ষার পাঠ্যক্রম খুঁটিয়ে দেখতে হবে। শেষে পাঠ্যক্রম মিলিয়ে দেখার পর যে সমস্ত বিষয়গুলি বাদ পড়ে গিয়েছে কিংবা কম পড়া হয়েছে, সেগুলির চর্চা করতেই হবে। একই সঙ্গে, পুরোটা রিভিশন করা আবশ্যক।

পাশাপাশি একই ভাবে পাঠ্যক্রমের উপর জোর দিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গনজ্ঞাপণ বিভাগের প্রধান সোনারেখা চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, অনলাইনে সেট-র নানা প্রশ্নপত্র দেওয়া থাকে। সেখান থেকে পরীক্ষার্থীরা প্রশ্নপত্রের ধরন সম্বন্ধে ওয়াকিবহল হতে পারবেন। এমসিকিউ ভিত্তিক প্রশ্নপত্র, মাথা খুব ঠান্ডা রেখে উত্তর দেওয়া শ্রেয়। অযথা তাড়াহুড়ো না করা ভাল। যে বিষয় সেট দেওয়া হচ্ছে, ওই বিষয় সম্বন্ধে খুব ভাল জ্ঞান থাকতে হবে। মাথা ঠান্ডা রেখে সময় ধরে উত্তর দিতে হবে। প্রথম পত্রের নানা বই পাওয়া যায়, সেই বইগুলোও পড়া যায় প্রস্তুতির জন্য।

সেট দু’টি পেপারে পরীক্ষা হয়। দু’টি পেপারেই অজেক্টিভ প্রশ্ন থাকে। ১৪ ডিসেম্বর সেট নেওয়া হবে। ওই দিন প্রথম পত্রের পরীক্ষা বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দ্বিতীয় পত্রের পরীক্ষা বেলা ১২টা থেকে বেলা ২টো পর্যন্ত চলবে। প্রথম পর্বের পরীক্ষার জন্য সকাল ৯টার মধ্যে এবং দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য বেলা ১১টা ৪৫ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করা আবশ্যক।

প্রথম পেপারে ৫০টি অবজেক্টিভধর্মী প্রশ্ন থাকেএবং প্রতিটি প্রশ্নে ২ নম্বর করে থাকে। এই প্রশ্নগুলি প্রার্থীর যৌক্তিক ক্ষমতা, বোধগম্যতা, চিন্তাভাবনার ভিন্নতা এবং সাধারণ সচেতনতা পরীক্ষা করার জন্য উপস্থাপিত হয় । দ্বিতীয় পেপারে প্রার্থীর পছন্দ করা বিষয়ের উপর ১০০ টি অবজেক্টিভধর্মী প্রশ্ন থাকেএবং প্রতিটি প্রশ্নে ২ নম্বর করে থাকে। প্রথম পেপারে ১০০ ও দ্বিতীয় পেপারে ২০০ নম্বর থাকে। দ্বিতীয় পেপারের সব প্রশ্ন বাধ্যতামূক হয়। পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে দেওয়া ওএমআর শিটে প্রথম পেপার এবং দ্বিতীয় পেপারের প্রশ্নের উত্তরগুলি চিহ্নিত করতে হয়। কোনও ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে না এই পরীক্ষায়।

রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) ও সেট-র প্রস্তুতি নিয়ে নানা কোর্স করানো হয়। সদ্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয় ও কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে নেট এবং সেট-র কোচিং-এর জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement