প্রতীকী ছবি।
মালদহ পুরসভায় চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
স্বাস্থ্য আধিকারিক নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৬২ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে। প্রথমে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে, প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়তে পারে। আবেদনকারীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে মালদহের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২১ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।