MA MSc Admission in Open university

অনার্স না থাকলেও পড়া যাবে স্নাতকোত্তর স্তরে! সুযোগ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে

সব ক’টি বিষয়ে স্নাতকস্তরে অনার্স থাকলে আবেদন করা যাবে। তবে, যদি অনার্স না-ও থাকে তা হলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৩:৩৭
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মুক্ত ও দূর শিক্ষা মাধ্যমে স্নাতকোত্তরের সুযোগ। ছবি: সংগৃহীত।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মুক্ত ও দূর শিক্ষা মাধ্যমে স্নাতকোত্তরের সুযোগ রয়েছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টরেট অফ ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

বাংলা, ইংরেজি, ইতিহাস এবং এডুকেশনে মাস্টার অফ আর্টস ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হওয়া যাবে। প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূগোল এবং গণিত বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। সব ক’টি বিষয়ে স্নাতক স্তরে অনার্স থাকলে আবেদন করা যাবে। তবে, যদি অনার্স না-ও থাকে তা হলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। সে ক্ষেত্রে পড়ুয়াদের স্নাতক স্তরে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ১৫০ নম্বর থাকবে। তা-ও যদি না থাকে তা হলেও রয়েছে উপায়। সংশ্লিষ্ট বিষয়ে ব্রিজ কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। দু’বছরের সেমেস্টার ভিত্তিক কোর্স।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মুক্ত ও দূর শিক্ষা বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ অগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে কল্যাণীর মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (https://dodl.klyuniv.ac.in/) দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement