BU Law Admission 2025

আইনজীবী হওয়ার ইচ্ছে? পাঁচ বছরের কোর্সের সুযোগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রয়েছে সুযোগ

২০২৫-২০৩০ সেশনে বিএএলএলবি অনার্স কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ল কলেজগুলিতে ভর্তি হওয়া যাবে। এটি পাঁচ বছরের কোর্স।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৭:৫০
Share:

বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

জীবিকা হিসাবে আইন নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। আদালত কক্ষের সওয়াল-জবাব, যুক্তি-তর্কের জগতে প্রবেশের জন্য প্রয়োজন উপযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করা। এ বার সেই সুযোগই দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। আইন নিয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

Advertisement

২০২৫-২০৩০ সেশনে বিএএলএলবি অনার্স কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ল কলেজগুলিতে ভর্তি হওয়া যাবে। এটি পাঁচ বছরের কোর্স। ভর্তির আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। বয়সের কোনও মাপকাঠি নেই। তবে প্রত্যেক প্রার্থীকেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে। বিশ্ববিদ্যালয় অধীনস্থ অ্যামেক্স ল কলেজে ৬০টি আসন সংখ্যা রয়েছে এবং বেঙ্গল ল কলেজে ৮০টি আসন রয়েছে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

শিক্ষার্থীকে প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া দরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে ১৮ অগস্ট পর্যন্ত। প্রবেশিকা পরীক্ষা-সহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement