প্রতীকী ছবি।
উচ্চ শিক্ষার পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নিতে শুরু করেন অনেক পড়ুয়াই। সরকারি চাকরি ক্ষেত্রের অন্যতম ব্যাঙ্ক। সরকার অধীনস্থ ব্যাঙ্কগুলিতে বেশ কিছু পদে কাজের সুযোগ থাকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মূলত তিনটি পদে কাজের সুযোগ দেয়।
পিও (প্রবেশনারি অফিসার):
এই পদে আবেদনের জন্য ভারতীয় নাগরিকত্বের পরিচয় পত্র থাকতে হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে প্রার্থীকে। আবেদনকারী প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছর মধ্যে হতে হবে। এসসি, এসটি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছরের ছাড় থাকে, এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছরের ছাড় থাকে। প্রার্থী চাকরি পেয়ে যাওয়ার পর ভারতের যে কোনও জায়গায় তাঁর পোস্টিং হতে পারে। মূলত তিনটি ধাপে পিও পদে প্রার্থীদের পরীক্ষা হয়ে থাকে। প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষা, মূল পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং সাক্ষাৎকার। এই তিনটি পর্যায় যে সব প্রার্থী উত্তীর্ণ হবেন, তাঁদের মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হয়। এই পদে বার্ষিক বেতন ন্যূনতম ৭.৫৫ লক্ষ থেকে সর্বোচ্চ ১২.৯৩ লক্ষ টাকা ধার্য থাকে।
জুনিয়র অ্যাসোসিয়েট:
পিও পদের মতো এ ক্ষেত্রেও প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে। স্নাতক হওয়া বাঞ্ছনীয়। প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছর হতে হবে। এসসি, এসটি-র ক্ষেত্রে ৫ বছর, ওবিসির ক্ষেত্রে ৩ বছর ছাড় থাকে। পিও এবং জুনিয়র অ্যাসোসিয়েট পদের পরীক্ষা একই পদ্ধতি অনুযায়ী হয়। এই পদে আবেদন করতে সাধারণ বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা (ইন্টিমেশন এবং ফর্মের মূল্য), অন্য বিভাগের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টিমেশনের ১০০ টাকা ধার্য করা।
এসও (স্পেশালিস্ট অফিসার):
এসবিআই-এর বিভিন্ন বিশেষজ্ঞ বিভাগের জন্য এই পদে অফিসার নিয়োগ করা হয়। প্রতিটি বিভাগের ভিন্ন বয়সসীমা নির্ধারিত থাকে। শিক্ষাগত যোগ্যতাও নির্ভর করে প্রার্থী কোন পদের জন্য আবেদন করছেন, তার উপরে। সম্পূর্ণ পরীক্ষা অনলাইনের মাধ্যমে নেওয়া হয়। ইংরাজি ও হিন্দি ভাষায় পরীক্ষা হয়। https://www.sbi.co.in/web/careers , https://bank.sbi/web/careers- এসবিআই এর এই দু’টি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এক জন প্রার্থী এসবিআই ব্যাঙ্কে কী কী শূন্যপদ রয়েছে, কী ভাবে আবেদন করতে পারবেন, তার যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। এই তিনটি পদ ছাড়াও আরও পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে এসবিআই ব্যাঙ্কে।