WB SET Recruitment

বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে! কী জানাল কলেজ সার্ভিস কমিশন?

২০২৫-এর ১৪ ডিসেম্বর সেট নেওয়া হবে। ফল ঘোষণা হবে জানুয়ারিতেই। আর তারপরই ফেব্রুয়ারিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৯:২৪
Share:

প্রতীকী ছবি।

২০২৬-এর শুরুতেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। সেই সময়ই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে কলেজ সার্ভিস কমিশন।

Advertisement

পরীক্ষা হলেও ২০২১-র পর থেকে নতুন করে কোনও নিয়োগ হয়নি। তাই ওই সময় সব মিলিয়ে আড়াই হাজারের বেশি শূন্যপদে নিয়োগের সম্ভবনা রয়েছে। ২০২৫-এর ১৪ ডিসেম্বর সেট নেওয়া হবে। ফল ঘোষণা হবে জানুয়ারিতেই। আর তারপরই ফেব্রুয়ারিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে সূত্রের খবর। বিজ্ঞপ্তি প্রকাশের পর শুধু যে ২০২৫-র উত্তীর্ণরা সুযোগ পাবেন, এমনটা নয়। ২০২১-র পর সকল উত্তীর্ণেরাই সুযোগ পাবেন নিয়োগ প্রক্রিয়ায়।

উল্লেখ্য, রাজ্যে ২৭তম স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এর আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ১ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত আগ্রহীরা ওই পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। এই পরীক্ষায় উত্তীর্ণেরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে চাকরি করার সুযোগ পাবেন। আবেদনের জন্য এগজ়ামিনেশন ফি বৃদ্ধি করা হয়েছে। স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পরীক্ষাটি দিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পাওয়া আবশ্যক। এ ছাড়াও যে সমস্ত ব্যক্তিরা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও এই পরীক্ষাটি দিতে পারবেন। মোট ৩৩টি বিষয়ে দু’টি পত্রে পরীক্ষা নেওয়া হবে। ওই তালিকায় না থাকা বিষয়ে যাঁরা স্নাতকোত্তর স্তরে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা সেট দিতে পারবেন না। এ ছাড়াও পূর্বে যে বিষয়ে সেট উত্তীর্ণ হয়েছেন, সেই বিষয়ে নতুন করে পরীক্ষা দেওয়ার অনুমতি মিলবে না।

Advertisement

যে ৩৩টি বিষয়ে পরীক্ষা দিতে পারবেন, সেগুলি হল— বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, উর্দু, বাণিজ্য, অর্থনীতি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, কেমিক্যাল সায়েন্সেস, ভূগোল, লাইফ সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস, ফিজ়িক্যাল সায়েন্সেস, সোশিয়োলজি, মনোবিদ্যা, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ফিজ়িক্যাল এডুকেশন, ইলেকট্রনিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, সাঁওতালি, গণজ্ঞাপন এবং সাংবাদিকতা, নৃতত্ত্ব, আর্থবিজ্ঞান, সঙ্গীত, আইন, নেপালি, ম্যানেজমেন্ট, আরবি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সেস।

রাজ্যের ২৩টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এগজ়ামিনেশন ফি হিসাবে ১,৪০০ টাকা জমা দেওয়া প্রয়োজন। এর আগে ২০২৪-এ ওই মূল্য ১,৩০০ টাকা ধার্য করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement