WB HS result 2025

বুধবার দুপুরে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, কী ভাবে দেখবেন ফলাফল?

চলতি বছরে ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৭:৪৯
Share:

প্রতীকী চিত্র।

হাতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। ৭ মে, বুধবার ঘোষণা করা হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দুপুর সাড়ে ১২টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে ফলাফল। এ বার পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। এ বছরই বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক নেওয়া হয়েছে। এর পর চালু সেমেস্টার ব্যবস্থা।

Advertisement

পরীক্ষার্থীরা বুধবারই দুপুর ২টো থেকে নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তাঁদের রেজ়াল্ট দেখতে পারবেন। এই তালিকায় শিক্ষা সংসদের ওয়েবসাইট ‘রেজ়াল্ট ডট ডব্লিউবি ডট জিওভি ডট ইন’ (www.result.wb.gov.in), ‘রেজ়াল্ট ডট ডিজিলকার ডট জিওভি ডট ইন’ (www.result.digilocker.gov.in)-সহ রয়েছে আরও বেশ কিছু ওয়েবসাইটে। পাশাপাশি, ‘WBCHSE Results’ অ্যাপের মাধ্যমেও নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

শিক্ষা সংসদের ওয়েবসাইটে কী ভাবে ফলাফল দেখবেন?

Advertisement

১) পরীক্ষার্থীদের প্রথমে https://wbresults.nic.in/ ওয়েবসাইটে যেতে হবে।

২) এর পর ‘হোমপেজ’-এ দেওয়া ‘রেজ়াল্ট’-এর লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) তার পর নিজেদের রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই স্ক্রিনে রেজ়াল্ট দেখা যাবে।

৪) ভবিষ্যতের জন্য পরীক্ষার্থীরা এর পর রেজ়াল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিজেদের কাছে রাখতে পারেন।

উল্লেখ্য, চলতি বছরে ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। গত বছরের তুলনায় চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ৯০ হাজার জন। এ বার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি বলে সংসদ সূত্রের খবর।

আনুষ্ঠানিক ফলপ্রকাশের পরের দিন (৮ মে) সকাল ১০টা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৫৫টি বিতরণকেন্দ্র থেকে স্কুলের প্রতিনিধিদের কাছে মার্কশিট এবং শংসাপত্র বিলি শুরু হবে। বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুল কর্তৃপক্ষদের কাছে অনুরোধ করেছে সেই দিনেই পরীক্ষার্থীদের মধ্যে মার্কশিট এবং শংসাপত্র পৌঁছে দেওয়ার জন্য।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চারটি পৃথক অঞ্চল (জ়োন)-এ মোট ৫৫ মার্কশিট এবং শংসাপত্র বিতরণ কেন্দ্রগুলি খোলা হচ্ছে। এর মধ্যে উত্তরবঙ্গ অঞ্চলের জন্য ১১টি, বর্ধমান অঞ্চলের জন্য ১৪টি, মেদিনীপুর অঞ্চলের জন্য সাতটি এবং কলকাতা অঞ্চলের জন্য ২৩টি বিতরণকেন্দ্র খোলা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement