— প্রতিনিধিত্বমূলক চিত্র।
এই প্রথম স্থায়ী পদে স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য। শীঘ্রই আয়োজিত হবে টেট। এ বিষয়ে বিধি জারি করেছে এসএসসি। তবে আবেদন গ্রহণ নাকি আগে থেকেই শুরু হয়ে গিয়েছে।
বুধবার স্পেশ্যাল এডুকেটরের পদে শিক্ষক নিয়োগে পরীক্ষার জন্য বিধি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) জানিয়েছে, অনলাইনে ২ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। প্রায় দু’বছর পর টেট আয়োজিত হতে চলেছে রাজ্যে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, মোট ১,৯৪২টি শূন্য আসনে স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
স্পেশ্যাল এডুকেটর হওয়ার জন্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরএসআই) অনুমোদিত সংস্থা থেকে স্পেশ্যাল এডুকেশনে ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এ ক্ষেত্রে তাঁদের ছ’মাসের শিক্ষক শিক্ষণের শংসাপত্রও থাকতে হবে। আবেদনের জন্য ৫০০ টাকা ফি হিসাবে বরাদ্দ করা হয়েছে। তবে, তফশিলি জাতি-উপজাতিভুক্ত প্রার্থীরা ২০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দেবেন। আবেদনমূল্য ২৪ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত পাঠাতে পারবেন।
— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বয়সের ছাড়:
আগ্রহীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে, যাঁরা স্পেশ্যাল এডুকেটর হিসাবে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিশেষ স্কুলে কিংবা রাজ্য সরকারের গ্রন্থাগার বিজ্ঞান বিভাগে চাকরি করেছেন, তাঁদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫৫ বছর পর্যন্ত করা হয়েছে।
প্যানেলের মেয়াদ:
স্পেশ্যাল এডুকেটরের নিয়োগের চূড়ান্ত প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে ফলপ্রকাশের পর এক বছর পর্যন্ত।
পরীক্ষার খুঁটিনাটি:
কবে পরীক্ষা নেওয়া হবে, সেই তথ্য অবশ্য নিয়োগ-বিধিতে জানানো হয়নি। পরীক্ষাসূচি এবং অ্যাডমিট কার্ড এসএসসি-র ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।