গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক
‘ইকো-টুরিজ়ম’ বা সবুজ পর্যটন নিয়ে বিস্তর আলোচনা চলছে সর্বত্রই। কিন্তু বিষয়টি কী? তার বাস্তবায়ন কী ভাবে সম্ভব? এই সমস্ত বিষয় নিয়ে সম্যক ধারণা প্রায় নেই বললেই চলে। এই বিষয়টিই শেখার সুযোগ দিচ্ছে ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। প্রতিষ্ঠানের তরফে স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা, বন্যপ্রাণ সংরক্ষণ, জৈব সম্পদের সঠিক ব্যবহারের খুঁটিনাটি শেখানো হবে।
পরিবেশ রক্ষা এবং সংরক্ষণে আগ্রহীদের নিয়ে ওয়াইল্ডলাইফ কনজ়ারভেশন বিষয়ে ক্লাস করানো হবে। মাত্র ২০টি আসন রয়েছে। স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর এবং পিএইচডি-র ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট ক্লাসটি করার সুযোগ পাবেন।
বেশিরভাগ ক্লাস ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র ক্লাসরুমে করানো হবে। তবে পাঁচদিন জঙ্গলের প্রাকৃতিক পরিবেশে পড়ুয়াদের নিয়ে যাওয়া হবে ক্লাসের জন্য। সেখানেই ফিল্ড ভিজ়িট, ট্রেনিং চলবে। ক্লাসে যোগদানের ফি হিসাবে দিতে হবে ৪২,০০০ টাকা। যোগদানকারীরা প্রতিষ্ঠানে থাকা ও খাবারের সুযোগ সুবিধাও পাবেন।
আগ্রহীদের ই-মেল মারফত ক্লাসে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১০ ফেব্রুয়ারি। কাদের বাছাই করা হল, তা ১৫ ফেব্রুয়ারির মধ্যে জানিয়ে দেওয়া হবে। ক্লাস শুরু ২ মার্চ থেকে।