গভীর খাদে যাত্রিবোঝাই বাস উল্টে মৃত্যু হল ১৫ জনের। আহত হয়েছেন ২০ জন। এঁদের মধ্যে ছ’জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায়। প্রশাসন সূত্রে খবর, এ দিন সকালে বাসটি উধমপুর থেকে লাট্টিতে যাচ্ছিল। মারোটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে হেলিকপ্টারের ব্যবস্থাও করা হয়।