বালিতে ২০০ কিলোগ্রাম বারুদ উদ্ধার, ধৃত দুই

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৪ ১৫:৩৯
Share:

বালির অভয় নগর পঞ্চাননতলার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে ২০০ কেজি বারুদ, ৫০ কেজি লোহাচুর-সহ বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করল নিশ্চিন্দা থানার পুলিশ। এই ঘটনায় স্বপন হাজরা এবং সমীর হাজরা নামে দু’ভাইকে গ্রেফতার করে পুলিশ। বাজি তৈরির কাজে ওই বিস্ফোরক ব্যবহার করা হত বলে দাবি ধৃতদের। যদিও খাগড়াগড় কাণ্ডের পর এ বিষয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ পুলিশ। এত বেশি পরিমাণ বিস্ফোরক উদ্ধারের সঙ্গে নাশকতার কোনও যোগ আছে কি না সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ওই দুই ভাই এলাকায় কাপড় প্রিন্টের ব্যবসা করতেন। পরে ওই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় বাড়ির মধ্যেই বাজি তৈরি করতেন তাঁরা। তবে বাজি তৈরির জন্য প্রয়োজনীয় অনুমতি তাঁদের ছিল না বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন