গলসিতে পথ দুর্ঘটনা, মৃত ৫

পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিন জন সহ মোট পাঁচ জনের। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে গলসির মানিকবাজার এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুমুদ ঢাকালিয়া (৫৪), পুষ্পাদেবী ঢাকালিয়া (৬৯), ইচ রাজদেবী ঢাকালিয়া (৭২), গাড়ির চালক ও পথচারী জ্যোত্‌স্না আঙ্কুরে (২২) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কলকাতা থেকে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা বর্ধমানমুখী ধানবোঝাই একটি ট্রাকে ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৪ ১৭:১৮
Share:

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। ছবি: উদিত সিংহ।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিন জন সহ মোট পাঁচ জনের। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে গলসির মানিকবাজার এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুমুদ ঢাকালিয়া (৫৪), পুষ্পাদেবী ঢাকালিয়া (৬৯), ইচ রাজদেবী ঢাকালিয়া (৭২), গাড়ির চালক ও পথচারী জ্যোত্‌স্না আঙ্কুরে (২২) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কলকাতা থেকে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা বর্ধমানমুখী ধানবোঝাই একটি ট্রাকে । কুমুদ দেবী ও রাজদেবীর বাড়ি কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকায়। পুষ্পাদেবী টালিগঞ্জের বাসিন্দা। গাড়ির চালকের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত সুমন নাহাত্‌ ও রাজেশ ঢাকালিয়াকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement