এলাকা দখলকে কেন্দ্র করে ফের অগ্নিগর্ভ মোজমপুর

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৩
Share:

এলাকা দখলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মালদহের কালিয়াচক থানার মোজমপুর। শুক্রবার সকাল থেকে এলাকায় শুরু হয় বোমাবাজি। বাসিন্দাদের অভিযোগ, কংগ্রেস ও শাসক দলের মধ্যে বিবাদের জেরে গত কয়েক দিন ধরেই এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে। এলাকা পরিদর্শনে রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্র এ দিন মোজমপুরে আসছেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল থেকেই দু’পক্ষের মধ্যে গুলি ও বোমাবাজি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। নামানো হয় র‌্যাফ। কিন্তু পুলিশের উপস্থিতিতেও উভয় পক্ষই একে অপরকে লক্ষ করে গুলি ও বোমা ছুঁড়তে থাকে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

বৃহস্পতিবারও এলাকায় যথেচ্ছ বোমাবাজি হয়। দু’টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এক পঞ্চায়েত সদস্যাকে বিবস্ত্র করে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। দু’পক্ষের বিবাদ থামাতে আক্রমণের মুখে পড়তে হয় পুলিশকেও। তবে কোনও পক্ষই লিখিত অভিযোগ করেনি বলেই জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement