ইডেন গার্ডেন্স। —ফাইল চিত্র।
টি-২০ বিশ্বকাপে ইডেনের ম্যাচের টিকিটের দাম ঠিক হয়ে গেল। সব চেয়ে কম ১০০ টাকায় ইডেনে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে। টিকিটের সর্বোচ্চ দাম ১০ হাজার টাকা।
সিএবি ইডেনের বিশ্বকাপের ম্যাচগুলিকে তিনটি ভাগে ভাগ করেছে। তিন ধরনের ম্যাচের টিকিটের দাম তিন রকম।
গ্রুপ পর্বে বাংলাদেশ বনাম ইটালি, ইংল্যান্ড বনাম ইটালি এবং ওয়েস্ট ইন্ডিজ় বমান ইটালি ম্যাচের টিকিটের দাম ১০০ টাকা থেকে ৪ হাজার টাকা। প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ৪,০০০ টাকা, লোয়ার ব্লক বি এবং এল-এর টিকিটের দাম ১,০০০ টাকা, লোয়ার ব্লক সি, এফ এবং কে-এর টিকিটের দাম ২০০ টাকা, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ এবং জে-র টিকিটের দাম ২০০ টাকা, আপার ব্লক বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এবং এল১-এর টিকিটের দাম ১০০ টাকা।
গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম তুলনায় বেশি। প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ৫,০০০ টাকা, লোয়ার ব্লক বি এবং এল-এর টিকিটের দাম ১,৫০০ টাকা, লোয়ার ব্লক সি, এফ এবং কে-এর টিকিটের দাম ১,০০০ টাকা, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ এবং জে-র টিকিটের দাম ৫০০ টাকা, আপার ব্লক বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এবং এল১-এর টিকিটের দাম ৩০০ টাকা। ।
সুপার এইট পর্বের ম্যাচ এবং সেমি ফাইনাল ম্যাচের টিকিটের দাম সব চেয়ে বেশি। প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ১০,০০০ টাকা, লোয়ার ব্লক বি এবং এল-এর টিকিটের দাম ৩,০০০ টাকা, লোয়ার ব্লক সি, এফ এবং কে-এর টিকিটের দাম ২,৫০০ টাকা, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ এবং জে-র টিকিটের দাম ১,৫০০ টাকা, আপার ব্লক বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এবং এল১-এর টিকিটের দাম ৯০০ টাকা।