তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত পাড়ুই। আর তার জেরে ফের বদলি হতে হল পাড়ুই থানার ওসিকে। গত কয়েক মাসের ভেতর এই নিয়ে পাঁচ বার ওসিবদল হল পাড়ুইতে।
সোমবার রাত থেকেই পাড়ুই থানার বেশ কয়েকটি গ্রামে দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। ছাতারবাঁন্দি, বেলপাতা, খেরাই, গোরাপাড়া, হাসরা মোড়ের মতো গ্রামে ওই দিন রাত প্রায় ন’টা থেকে ব্যাপক ভাবে বোমাবাজি শুরু হয়। উভয় পক্ষের ভেতর গোলাগুলি চলার অভিযোগও ওঠে। এরই মধ্যে রাত ১২টা নাগাদ ছাতারবাঁন্দি গ্রেমারে বাসিন্দা শেখ এনামুলের বাড়িতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তাঁর স্ত্রী মহুবা বিবি মঙ্গলডিহি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। বোমার আঘাতে দু’জনেই গুরুতর ভাবে জখম হন। এনামুলকে বর্ধামানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাঁর স্ত্রীকে সিউড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার জেরে মঙ্গলবার পাড়ুই থানার ওসি অমরজিত্ বিশ্বাসকে সরিয়ে দেওয়া হয়েছে। দুবরাজপুর থানার ওসি নীলোত্পল মিশ্র আপাতত সেই দায়িত্ব সামলাবেন। অমরজিত্বাবুকে আপাতত সিউড়ি জেলালাইনে ক্লোজ করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ‘‘বিজেপি ইদানীং পাড়ুইতে বেশ বাড়াবাড়ি শুরু করেছিল। গত কাল আমাদের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা ছোড়া হয়। বোমার আঘাতে জখম ওই সদস্যের বাঁচার আশা কম। ওসি অমরজিত্ বিশ্বাসের কারণেই বিজেপি বাড়াবাড়ি করছিল। এত দিনে পুলিশ সুপার বিষয়টি বুঝেছেন। তাই ওই পুলিশকর্মীকে ক্লোজ করা হয়েছে।’’