কেন্দ্রের বঞ্চনার পুরনো অভিযোগ তুলে রাজ্য বাজেট পেশ অর্থমন্ত্রীর

শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শনিবার পেশ হবে কেন্দ্রীয় বাজেট। প্রথা ভেঙে তার একদিন আগে, এ দিন পেশ হল রাজ্য বাজেট। ১৯ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১২
Share:

শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শনিবার পেশ হবে কেন্দ্রীয় বাজেট। প্রথা ভেঙে তার একদিন আগে, এ দিন পেশ হল রাজ্য বাজেট। ১৯ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন। বাজেটে অর্থমন্ত্রী যা ঘোষণা করলেন তা এক নজরে —

Advertisement

• পরিকল্পনা খাতে বরাদ্দ বেড়েছে

Advertisement

• ৯১ লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল

• ৭ কোটি ৮০ লক্ষ ডিজিট্যাল রেশন কার্ড বণ্টন

• ১০০ দিনের কাজে রাজ্য দেশে এক নম্বর

• ৮৪টি কৃষক বাজার চালু হয়েছে

• ভ্যাটের ঊর্ধ্বসীমা পাঁচ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার প্রস্তাব। এর ফলে ২০ হাজার ছোট ব্যবসায়ী ভ্যাট থেকে ছাড় পাবেন বলে আশা অর্থমন্ত্রীর।

• অতিরিক্ত করের সীমা ৩০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৪০ লক্ষ টাকা করা হয়েছে।

• প্রফেশনাল ট্যাক্স ও বাণিজ্য কর সংযুক্ত করা হল

• ১০ কোটি টাকার উপর বাণিজ্য হলে সেল্ফ অডিট স্টেটমেন্ট লাগবে না

• চাষিদের জন্য ১০ লক্ষ নতুন পাম্প বসানো হবে। এর ফলে ২০ লক্ষ হেক্টর জমিতে সেচের সুবিধা হবে

• বড় শিল্পে ৮৪ হাজার ২১১.৮৫ কোটি টাকা লগ্নির প্রস্তাব

• এ ছাড়াও রয়েছে ৫৫ হাজার ৮৫৫.৮৬ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব

বরাদ্দ যা হল

• স্বাস্থ্যে ২০২ কোটি

• খাদ্য প্রক্রিয়াকরণে ১৩৮ কোটি

• মত্স্য শিল্পে ২১৮.১ কোটি টাকা

• পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন খাতে ৮৫৮০ কোটি টাকা

• সেচ ও জলপথ পরিবহণে ২০৪১ কোটি টাকা

• বন ও বন্যপ্রাণে ২৭১.৪ কোটি টাকা

• জলসম্পদ উন্নয়নে ৫২৮ কোটি টাকা

• স্কুল শিক্ষা এবং বিদ্যালয় উন্নয়ন খাতে ৮০৫৫ কোটি টাকা

• নারী, শিশু ও সমাজ কল্যাণে ২৮০৯.৮৩ কোটি টাকা

• ক্রীড়া ও যুবকল্যাণে ১৮০.৮ কোটি টাকা

• পরিবহণ ব্যবস্থার উন্নয়নে ৪৫০ কোটি

• বিদ্যুতে ১২৯৫ কোটি টাকা

• ভূমি সংস্কারে ১১৫ কোটি টাকা

• কৃষি ব্যবস্থার উন্নতিতে ১৫০০ কোটি টাকা

• সংখ্যালঘু উন্নয়নে ২০৩৩ কোটি টাকা

• সুন্দরবন উন্নয়নে ৩৭০ কোটি টাকা

• উত্তরবঙ্গ উন্নয়নে ৪৭০ কোটি টাকা

• পর্যটনে বরাদ্দ ২২৩ কোটি

• কলকাতা পুরসভাকে ৩ কোটি ৪০ হাজার টাকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন