এ বারেও জামিন পেলেন না মন্ত্রী মদন

ফের মদন মিত্রের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। সোমবার কলকাতার নগর দায়রা আদালতে শুনানি শেষে বিচারক এই নির্দেশ দেন। সারদা কাণ্ডে গ্রেফতার হওয়ার পর আলিপুর জেলা আদালতে তাঁর মামলা চলছিল। দিন কয়েক আগে মামলাটি আলিপুর জেলা আদালত থেকে নগর দায়রা আদালতে স্থানান্তরিত হয়। সেখানেই এ দিন তাঁর আইনজীবী জামিনের আবেদন জানিয়েছিলেন। জামিনের বিরোধিতা করেন সিবিআই পক্ষের আইনজীবী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ২১:২২
Share:

ফের মদন মিত্রের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। সোমবার কলকাতার নগর দায়রা আদালতে শুনানি শেষে বিচারক এই নির্দেশ দেন।

Advertisement

সারদা কাণ্ডে গ্রেফতার হওয়ার পর আলিপুর জেলা আদালতে তাঁর মামলা চলছিল। দিন কয়েক আগে মামলাটি আলিপুর জেলা আদালত থেকে নগর দায়রা আদালতে স্থানান্তরিত হয়। সেখানেই এ দিন তাঁর আইনজীবী জামিনের আবেদন জানিয়েছিলেন। জামিনের বিরোধিতা করেন সিবিআই পক্ষের আইনজীবী। সিবিআইয়ের বক্তব্য ছিল, মদন মিত্র জামিন পেয়ে গেলে তদন্তে তিনি প্রভাব খাটাতে পারেন। গ্রেফতারের আগে তিনি নিজের প্রভাব খাটিয়ে তদন্তের অনেক ক্ষতি করেছেন। এমনকী জেলে থাকাকালীনই একাধিক বার সাক্ষীদের উপরে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ।

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির মামলায় ২০১৪ সালের ১২ ডিসেম্বর মদনবাবুকে গ্রেফতার করেছিল সিবিআই। এখন তিনি জেল-হাজতে রয়েছেন। ওই মামলায় প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদার, ব্যবসায়ী সৃঞ্জয় বসু, ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্মকর্তা দেবব্রত (নিতু) সরকার-সহ অনেক অভিযুক্ত জামিন পেলেও মন্ত্রীর জামিন হয়নি। নিম্ন আদালতের পরে হাইকোর্টেও আবেদন করেছিলেন মদনবাবু। কিন্তু হাইকোর্টের একাধিক বিচারপতি ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই মামলা থেকে সরে দাঁড়ান। মন্ত্রীর জামিন চেয়ে তখন আবার নিম্ন আদালতে আবেদন জানানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement