সুয়ারেজের গোলে ক্লাসিকো জয় বার্সার

বার্সার ঘরের মাঠ থেকে হতাশ হয়েই ফিরতে হল রোনাল্ডোদের। রবিবার রাতে ‘এল ক্লাসিকো’ জিতে লা লিগার শীর্ষেই রইলেন মেসিরা। রিয়াল মাদ্রিদের থেকে পয়েন্টের ব্যবধান আপাতত চার। সেকেন্ড হাফে সুয়ারেজের গোলই উইনিং স্কোরের তকমা পেল। আর কাম্প ন্যু-তে রিয়ালের শেষ অঙ্ক না মেলায় স্প্যানিশ লিগের খেতাব দখলে আরও এগোল বাসের্লোনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৫ ১৪:৫৩
Share:

জয়সূচক গোলের পর সুয়ারেজের উল্লাস। ছবি: এএফপি।

বার্সার ঘরের মাঠ থেকে হতাশ হয়েই ফিরতে হল রোনাল্ডোদের। রবিবার রাতে ‘এল ক্লাসিকো’ জিতে লা লিগার শীর্ষেই রইলেন মেসিরা। রিয়াল মাদ্রিদের থেকে পয়েন্টের ব্যবধান আপাতত চার। সেকেন্ড হাফে সুয়ারেজের গোলই উইনিং স্কোরের তকমা পেল। আর কাম্প ন্যু-তে রিয়ালের শেষ অঙ্ক না মেলায় স্প্যানিশ লিগের খেতাব দখলে আরও এগোল বাসের্লোনা।

Advertisement

প্রথমার্ধে বার্সা দুর্দান্ত শুরু করলেও ক্রমশই ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেয় রিয়াল। ম্যাচের প্রথম সুযোগ আসে রোনাল্ডোর কাছে। যদিও করিম বেঞ্জিমার ক্রশ পেয়ে বিশেষ সুবিধা করতে পারেননি আনমার্কড সিআর সেভেন। কঠিন অ্যাঙ্গল থেকে তাঁর ভলি গোলপোস্টে লাগে। এর পরই যেন তেতে ওঠে বার্সা। খেলার ১৯ মিনিটের মাথায় ফ্রি-কিক পান সুয়ারেজ। মেসির ভাসানো শট আসে আনমার্কড ম্যাথিউ-এর কাছে। কাসিয়াসকে পরাস্ত করে বার্সাকে এগিয়ে দেন ফরাসি সেন্টার ব্যাক। ম্যাথিউ-এর পর ফের গোলের সুযোগ পান নেইমার। কিন্তু, কাসিয়াসের হাতে বল তুলে দিয়ে সে সুযোগ নষ্ট করেন ব্রাজিলীয় তারকা। এর পর ম্যাচে সমতা ফেরায় রিয়াল। বেঞ্জিমার ব্যাকহিলে দুর্দান্ত গোল করেন রোনাল্ডো। অফসাইডের ফাঁদে পড়ে এর পর গ্যারেথ বেলের গোল বাতিল হয়। গোটা ম্যাচে অবশ্য আরও চমক মজুত ছিল। রোনাল্ডোর একটি দূরপাল্লার শট বাঁচান বার্সার গোলকিপার ক্লদিও ব্রাভো।

দ্বিতীয়ার্ধে জোরদার শুরু করেন কাম্প ন্যু-র অতিথিরা। বেঞ্জিমার শট বাঁচান ব্রাভো। ৫৬ মিনিটের মাথায় স্রোতের বিপরীতে গিয়ে গোল করেন সুয়ারেজ। ব্রাজিলীয় রাইট ব্যাক দানি আলভেজের দূরপাল্লার ভাসানো পাস পায়ে নামিয়ে তেকাঠির বাঁ-দিকে ঠেলে দেন উরুগুয়ে তারকা। এর পর আর পিছন ফিরে তাকায়নি বার্সা। মেসি-নেইমার-আলভা সহজ সুযোগ নষ্ট না করলে গোলের ব্যবধান হয়তো আরও বাড়ত। এ সময় বেশ কয়েকটি শট বাঁচান কাসিয়াস।

Advertisement

স্প্যানিশ মিডিয়ার গুজব মানলে এই ম্যাচে হারের ফলে অনিশ্চিত হয়ে পড়ল রিয়াল কোচ কার্লো আন্সেলেত্তির ভবিষ্যত্। অন্য দিকে, টানা সাত ম্যাচ জিতে এ বার লিগ জয়ের স্বপ্ন দেখতে পারেন বার্সা কোচ লুই এনরিকে।

ক্যামেরাবন্দি ম্যাচের কয়েকটি মুহূর্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন