পথদুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু হাজরায়

মোটরবাইক পিছলে রাস্তার ধারের লাইট পোস্টে ধাক্কা লেগে মৃত্যু হল আরোহীর। শুক্রবার রাত দেড়টা নাগাদ হাজরা রোডে এই ঘটনা ঘটে। মৃতের নাম সিদ্ধার্থশঙ্কর দাস (৩২)। তাঁর বাড়ি বেচারাম চ্যাটার্জী রোডে।

Advertisement

নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ০২ মে ২০১৫ ১৫:৩৬
Share:

মোটরবাইক পিছলে রাস্তার ধারের লাইট পোস্টে ধাক্কা লেগে মৃত্যু হল আরোহীর। শুক্রবার রাত দেড়টা নাগাদ হাজরা রোডে এই ঘটনা ঘটে। মৃতের নাম সিদ্ধার্থশঙ্কর দাস (৩২)। তাঁর বাড়ি বেচারাম চ্যাটার্জী রোডে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই রাতে সিদ্ধার্থবাবু বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় হাজরা রোডে মহারাষ্ট্র নিবাসের কাছে হঠাৎই তাঁর বাইকটি পিছলে যায়। এর পর রাস্তার পাশে লাইট পোস্টের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। মাথায় হেলমেটে পরা থাকলেও গাড়ির গতি বেশি থাকায় সিদ্ধার্থবাবু মাথায় গুরুতর আঘাত পান।

টহলদারী পুলিশ সিদ্ধার্থবাবুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। সিদ্ধার্থবাবুকে উদ্ধার করে পুলিশকর্মীরা তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement