সারদা মামলায় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় তল্লাশি সিবিআইয়ের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৪ ১৭:১৪
Share:

রাজ্য পুলিশকে বেঁধে দেওয়া সময়সীমার বৃহস্পতিবারই ছিল শেষ দিন। সারদা মামলার যাবতীয় নথি তাদের হাতে তুলে দেওয়ার সেই সময়সীমা শেষ হওয়ার আগেই এ দিন পশ্চিমবঙ্গের দশটি জায়গায় একই সঙ্গে তল্লাশি চালালো সিবিআইয়ের বিশেষ দল। এরই পাশাপাশি ওড়িশার ২০টি জায়গায় তল্লাশি চালায় তারা।

Advertisement

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৮০ জনের দলটি এ দিন কলকাতায় তল্লাশি চালায় সারদার মিডল্যান্ড পার্ক ও ডায়মন্ড হারবার রোডের অফিস-সহ সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় এবং কুণাল ঘোষের বাড়িতেও। সিবিআই সূত্রে খবর, তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। নথিগুলি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে তারা।

সূত্রের খবর, এ দিনের এই তল্লাশির মূল লক্ষ্য ছিল সারদার মিডল্যান্ড পার্ক এবং ডায়মন্ড হারবারের অফিস। তবে মিডল্যান্ড পার্কের অফিসে তল্লাশি চালাতে গিয়ে বেশ বেগ পেতে হয় সিবিআইয়ের অফিসারদের। অফিসের চাবি হাতে পেতেই প্রায় পাঁচ ঘণ্টা কেটে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এ বিষয়ে বিধাননগর থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে সিবিআই। তবে চাবি নিয়ে রাজ্য পুলিশের এই টালবাহানা নতুন নয়। এর আগে ইডি-র তল্লাশির সময়েও অফিসের চাবি দেওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়। এ দিনের এই তল্লাশিতে চাবি পাওয়া যায়নি সুদীপ্ত সেনের সল্টলেকের বাড়িরও। বাধ্য হয়ে বাড়ির তালা ভেঙে তল্লাশি চালান তাঁরা। তল্লাশি চালানো হয়েছে সারদার ডায়মন্ড হারবার রোডের অফিসেও। এই ঠিকানাতেই সারদার ৩০টি বিভিন্ন অফিসের রেজিস্ট্রেশন ছিল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন