পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
মানুষের অসুখে যেমন চিকিৎসকের সাহায্যের প্রয়োজন হয়, তেমনই পশুপাখিরও শারীরিক অসুস্থতায় প্রয়োজন হয় চিকিৎসকের। পশু চিকিৎসক বা ভেটেরিনারি ডক্টর হওয়ার ইচ্ছে অনেকেরই থাকে। সেই সুযোগই দিচ্ছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজ়বেন্ড্রি নিয়ে স্নাতক স্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজ়বেন্ড্রি (বিভিএসসি অ্যান্ড এএইচ) ডিগ্রিতে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আসনসংখ্যা ৮০। সাড়ে পাঁচ বছরের কোর্স। ভর্তির আবেদন করতে গেলে শিক্ষার্থীকে ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। শিক্ষার্থীর বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া প্রয়োজন। সেখানে বিষয় হিসাবে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা এবং ইংরেজি থাকা বাঞ্ছনীয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা আয়োজিত স্নাতক স্তরের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট (নিট ইউজি) উত্তীর্ণ হওয়া চাই। বাকি যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ৭ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখা যেতে পারে।