জলপাইগুড়িতে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

এক নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠলজলপাইগুড়ি শহর লাগোয়া এলাকায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে চার জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৫ ১৭:৫৫
Share:

এক নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠলজলপাইগুড়ি শহর লাগোয়া এলাকায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে চার জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement

পুলিশ জানিয়েছে, শহরের কোড়ানিপাড়া এলাকায় বাড়ি ওই ছাত্রীর। তাঁর মা পরিচারিকার কাজ করেন। ছাত্রীটির মায়ের অভিযোগ, গত রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল তাঁর মেয়ে। সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় তিনি খোঁজখবর শুরু করেন। তাঁর দাবি, পর দিন দুপুরে তিস্তা বাঁধের কাছে একটি উদ্যানে মেয়েকে বসে থাকতে দেখেন তিনি। তাকে বাড়ি নিয়ে যেতে চাইলেও সে যেতে অস্বীকার করে। কারণ জিজ্ঞাসা করলে কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। মায়ের কাছে সে জানায়, মাদক মেশানো খাবার খাইয়ে রবিবার রাতে একটি মাঠে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে এলাকার চার যুবক।

সোমবার রাতে কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করে ওই কিশোরীর মা। তাঁর অভিযোগের ভিত্তিতে দীপক রাউত, ভিকি রাউত, চিন্ময় রাউত এবং কৃষ্ণ রাউত নামে চার জনকে গ্রেফতার করা হয়। জলপাইগুড়ির পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথন জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে শিশুদের উপর যৌন নির্যাতনের মামলা রুজু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement