অভিনেত্রী রিয়া সেনের মুম্বইয়ের ফ্ল্যাটে আগুন

আগুন লাগল অভিনেত্রী রিয়া সেনের মুম্বইয়ের ফ্ল্যাটে। রবিবার ভোরের ঘটনা। ঘটনার সময় জুহুর রুইয়া বিল্ডিংয়ের ছয় তলার ওই ফ্ল্যাটে মেয়ের সঙ্গে ছিলেন অভিনেত্রী মুনমুন সেনও। তবে এঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে সূত্রের খবর। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর এক আধিকারিক জানিয়েছেন, এ দিন ভোরে কর্পোরেশনের দফতরে খবর আসে জুহুর রুইয়া পার্কে একটি অ্যাপার্টমেন্টের ছয় তলায় আগুন লেগেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৫ ১১:২৯
Share:

রিয়া ও মুনমুন সেন।

আগুন লাগল অভিনেত্রী রিয়া সেনের মুম্বইয়ের ফ্ল্যাটে। রবিবার ভোরের ঘটনা। ঘটনার সময় জুহুর রুইয়া বিল্ডিংয়ের ছয় তলার ওই ফ্ল্যাটে মেয়ের সঙ্গে ছিলেন অভিনেত্রী মুনমুন সেনও। তবে এঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে সূত্রের খবর। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর এক আধিকারিক জানিয়েছেন, এ দিন ভোরে কর্পোরেশনের দফতরে খবর আসে জুহুর রুইয়া পার্কে একটি অ্যাপার্টমেন্টের ছয় তলায় আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন ছুটে যায়। পাঠানো হয় তিনটি জসের ট্যাঙ্কার এবং একটি অ্যাম্বুল্যান্সও। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিরাপদে বাইরে বের করে আনা হয় ওই বহুতলের অন্য বাসিন্দাদেরও। কি কারণে আগুন লেগেছে তা অবশ্য জানাতে পারেনি দমকল। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। ঘটনার পর রিয়া টুইট করেন: “দু’টো ফ্ল্যাটের সব কিছুই পুড়ে গিয়েছে। আগুন লাগার এক ঘণ্টা পর দমকল এল! ভাবতেই লজ্জা হয়!”

Advertisement

আগুনে ভস্মীভূত ফ্ল্যাট। ছবি : পিটিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement