ভারতীয়দের প্রথম দল ফিরল, ইয়েমেনে জেল ভাঙল আল-কায়েদা

যুদ্ধবিধস্ত ইয়েমেন থেকে ফিরে এল আটক ভারতীয়দের প্রথম দল। বুধবার রাতে ইয়েমেনের বন্দর শহর এডেন থেকে ৩৫৮ জন ভারতীয়কে উদ্ধার করে ভারতীয় নৌসেনা। রাতের অন্ধকারে যুদ্ধজাহাজে করে তাঁরা এডেন থেকে দিজবৌতি পৌঁছন। সেখান থেকে বায়ুসেনার বিমানে তাঁদের ভারতে ফিরিয়ে আনা হয়। এঁদের মধ্যে ১৬৮ জন কোচিতে নামেন, মুম্বইয়ে নামেন ১৯০ জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ১৯:৫৩
Share:

ফিরে এল ভারতীয় দল। ছবি: পিটিআই।

যুদ্ধবিধস্ত ইয়েমেন থেকে ফিরে এল আটক ভারতীয়দের প্রথম দল। বুধবার রাতে ইয়েমেনের বন্দর শহর এডেন থেকে ৩৫৮ জন ভারতীয়কে উদ্ধার করে ভারতীয় নৌসেনা। রাতের অন্ধকারে যুদ্ধজাহাজে করে তাঁরা এডেন থেকে দিজবৌতি পৌঁছন। সেখান থেকে বায়ুসেনার বিমানে তাঁদের ভারতে ফিরিয়ে আনা হয়। এঁদের মধ্যে ১৬৮ জন কোচিতে নামেন, মুম্বইয়ে নামেন ১৯০ জন। অন্য দিকে, ইয়েমেনের আল মুকাল্লা-য় এক জেলে হামলা করে ২৭০ জন বন্দিকে মুক্তি করেছে আল-কায়েদা। এদের মধ্যে অধিকাংশই আল-কায়েদার সঙ্গে যুক্ত থাকার অপরাধে বন্দি ছিল। অসমর্থিত সূত্রে খবর, এডেনে বিদেশি সেনা পৌঁছে গিয়েছে। যদিও সৌদি প্রশাসন খবরের সত্যতা স্বীকার করেনি। ভারতের সঙ্গে সঙ্গে চিন, পাকিস্তানও তাদের নাগরিকদের ফিরিয়ে আনছে।

Advertisement

বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে ভারতীয় যুদ্ধজাহাজ সুমিত্রা ইয়েমেনের আল হুদাইধ বন্দরে পৌঁছেছে। আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা হবে সেখান থেকে। বুধবার প্রবল বোমাবর্ষণের মধ্যে এডেনে নোঙর করে এই যুদ্ধজাহাজ। সেখান থেকে ভারতীয়দের উদ্ধার করে লোহিত সাগর পেরিয়ে তাঁদের দিজবৌতিতে নিয়ে যাওয়া হয়। এই যাত্রাপথে সময় লাগে প্রায় ন’ঘণ্টা। সেখানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভি কে সিংহ। দিজবৌতিতে বায়ুসেনার দু’টি বিমান অপেক্ষা করছিল। বায়ুসেনার একটি সি-১৭ গ্লোবমাস্টার বিমান ১৬৮ জনকে নিয়ে কোচিতে নামে। অন্য বিমানটি ১৯০ জনকে নিয়ে এ দিন মুম্বই নামে। বিদেশমন্ত্রক সূত্রে খবর, ৩৫৮ জন ভারতীয়ের মধ্যে ২০৬ জন কেরলের, ৪০ জন তামিলনাড়ুর, ৩১ জন মহারাষ্ট্রের, ২৩ জন পশ্চিমবঙ্গের এবং বাকিরা দিল্লির বাসিন্দা।

কর্মসূত্রে ইয়েমেনে প্রায় তিন হাজার ভারতীয় বাস করেন। ফলে বেশ কিছু দিন ধরে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ চলবে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। যুদ্ধজাহাজ সুমিত্রাকেও বার বার এ কাজে ব্যবহার করা হবে। একই সঙ্গে ভারতীয়দের উদ্ধারের জন্য ইয়েমেনের আকাশপথ ব্যবহারের অনুমতি পেয়েছে ভারত। এর মধ্যেই মাস্কট থেকে এয়ার ইন্ডিয়ার দু’টি এয়ারবাস সানা-র বিমানবন্দরে পৌঁছে গিয়েছে। সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় অনুমতির জন্য বিমান দু’টি অপেক্ষা করছে বলে জানা গিয়েছে।

Advertisement

এ দিকে, হামলার পরিমাণ বাড়াতে এ বার ইয়েমেন সীমান্তেও সেনা মোতায়েন করল সৌদি আরব। শার্মল শেখে আরব লিগের সদ্যসমাপ্ত সম্মেলনে ইয়েমেনের প্রেসিডেন্ট হুদিকে ক্ষমতায় ফেরাতে সম্মিলিত বাহিনীর সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনও কোন কোন দেশ সেনা পাঠাবে তা স্থির হয়নি। তবে এর মধ্যেই সীমান্তে তত্পরতা বেড়েছে সৌদি সেনার। এ দিন ইয়েমেন সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এক সৌদি সেনার মৃত্যুও হয়েছে। চলছে বোমাবর্ষণও। বুধবার বার বার এডেনে বিমান হানা হয়। শিয়া হুথি বিদ্রোহীদের অস্ত্রাগার লক্ষ করে হামলা চলে। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, বোমাবর্ষণের চাপে হুথি বিদ্রোহীরা এডেনে কিছুটা পিছিয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্যাঙ্কে চেপে ছোট ছোট দলে ভাগ হয়ে হুথি বিদ্রোহীরা লড়াই চালাচ্ছে। এডেনের কাছে খোরমাকসার-এ হুথিদের সঙ্গে প্রেসিডেন্ট হাদির সমর্থকদের সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে আট জন হুথি বিদ্রোহী। গৃহযুদ্ধের প্রভাব পড়েছে সাধারণ নাগরিকদের উপরেও। ইউনিসেফ জানিয়েছে, এই ক’দিনের যুদ্ধেই ৬০ জন শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩০ জন শিশু।

ইয়েমনের এই গৃহযুদ্ধে আল-কায়েদার বাড়বাড়ন্ত নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন। গৃহযুদ্ধে বিপন্ন সুন্নিদের সাহায্য করতে আল-কায়েদা বা ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনের এগিয়ে আসার আশঙ্কাও ছিল। সেই আশঙ্কাই সত্যি হল। এ দিন আল-কায়েদার জঙ্গিরা আল-মুকাল্লা শহরে একাধিক সরকারি জায়গার দখল নেয়। দখল নেয় আল-মানসুরা বন্দিশালাটিরও। সরকারি বাহিনী সেখানে পৌঁছনোর আগেই প্রায় ২৭০ জন পালিয়ে যায়। পলাতকদের এক-তৃতীয়াংশই আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। পলাতকদের মধ্যে অন্যতম জঙ্গি খালেদ বাতার্ফি আছে। চার বছর আগে বাতার্ফিকে ধরা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement