দেশীয় প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়’-এর সফল উৎক্ষেপণ

ওড়িশার চাঁদিপুর থেকে পারমাণবিক অস্ত্র বহনকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতীয় বায়ু সেনা। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৩ মিনিটে উৎক্ষেপণ কেন্দ্রের ৩ নম্বর লঞ্চ প্যাড থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ও শব্দের চেয়ে কম গতির (সাবসনিক)এই ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৪ ১২:৩৩
Share:

চাঁদিপুর থেকে ‘নির্ভয়’-এর উৎক্ষেপণ। ছবি: এএফপি।

ওড়িশার চাঁদিপুর থেকে পারমাণবিক অস্ত্র বহনকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতীয় বায়ু সেনা। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৩ মিনিটে উৎক্ষেপণ কেন্দ্রের ৩ নম্বর লঞ্চ প্যাড থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ও শব্দের চেয়ে কম গতির (সাবসনিক)এই ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

Advertisement

সেনা সূত্রে খবর, এই নিয়ে দ্বিতীয় বার পরীক্ষামূলক উৎক্ষেপণ হল ‘নির্ভয়’-এর। প্রথম উৎক্ষেপণটি হয় ২০১৩-র ১২ মার্চ। কিন্তু উৎক্ষেপণের কিছু পরে মাঝ পথেই লক্ষ্যভ্রষ্ট হয় ‘নির্ভয়’। এর আগে ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ব্রাহ্ম’-র সফল উৎক্ষেপণ করেছিল ভারতীয় সেনাবাহিনী। মধ্যপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ৩০০ কিলোগ্রাম বিস্ফোরক বহনে সক্ষম। কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ‘নির্ভয়’ অন্য ক্ষেপনাস্ত্রগুলির থেকে বেশ আলাদা বলে দাবি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ডিআরডিও)-র। অনেক বেশি বহন ক্ষমতা সম্পন্ন ‘নির্ভয়’-র উৎক্ষেপণ মাটি, জল ও আকাশ তিন জায়গা থেকেই সম্ভব বলে জানিয়েছেন তাঁরা। ‘নির্ভয়’-এর অন্তর্ভুক্তিতে দেশের সেনাবাহিনী আরও শক্তিশালী হল বলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন