পূর্ণিমার পরের দিনই চন্দ্রগ্রহণ

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৪ ১৫:৪৬
Share:

ছবি: এপি

কোজাগরী পূর্ণিমার চাঁদ হারিয়ে গেল আকাশ থেকে। তবে মাত্র ঘণ্টাখানেকের জন্য। সৌজন্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

Advertisement

পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন জানিয়েছেন, বুধবার দুপুর ২ টো ৪৫ মিনিট থেকে পৃথিবীর ছায়ায় ঢাকতে শুরু করে চাঁদ। বিকেল ৩ টে ৫৫ মিনিটে পুরোপুরি ঢাকা পড়ে সে। এই সময় থেকেই শুরু হয় পূর্ণগ্রাস। প্রায় এক ঘণ্টা শেষে বিকেল ৪ টে ৫৫ মিনিটে গ্রহণমুক্ত হয় পূর্ণিমার পরের দিনের চাঁদ। তবে দিনের আলো থাকায় কলকাতায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যায়নি। শহরের আকাশে চাঁদ ওঠে বিকেল ৫টা ১৬ মিনিটে। তবে আংশিক গ্রহণ দেখার সুযোগ পেয়েছেন শহরবাসী। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে শেষ হয় গ্রহণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement