বিমানবন্দরে ধৃত সোনা পাচারকারী

পায়ুদ্বারে লুকিয়ে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়লেন এক যাত্রী। শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাজিরুল্লাহ সৈয়দ মহম্মদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৪ ১৮:১৫
Share:

পায়ুদ্বারে লুকিয়ে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়লেন এক যাত্রী। শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাজিরুল্লাহ সৈয়দ মহম্মদ। তার বাড়ি চেন্নাই। শুল্ক দফতর সূত্রের খবর, তাঁর কাছ থেকে ৬০০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। যার আর্থিক মূল্য প্রায় ১৬ লক্ষ টাকারও বেশি। বিমানবন্দর সূত্রের খবর, সাজিরুল্লাহ শুক্রবার রাতে ঢাকা থেকে কলকাতায় এসেছিলেন। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় শুল্ক অফিসারদের। তল্লাশি করতে গিয়েই ওই সোনা উদ্ধার হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement