মালদহে প্রতিবেশীদের মারে যুবকের মৃত্যু, জাতীয় সড়ক অবরোধ

জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীদের মারে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লাল্টু সাহা (২৬)। তাঁর বাড়ি মালদহের গাজলে। বুধবার রাত্রে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪৪
Share:

জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীদের মারে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লাল্টু সাহা (২৬)। তাঁর বাড়ি মালদহের গাজলে। বুধবার রাত্রে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এ দিন সকাল ৮টা থেকে মালদহের ৩৪ নম্বর জাতীয় সড়কে প্রায় তিন ঘণ্টা অবরোধ করেন গ্রামবাসীরা। পরে পুলিশ এসে এই অবরোধ তোলে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই জমির সীমানা নির্ধারণ নিয়ে লাল্টুবাবুর সঙ্গে তাঁর প্রতিবেশীদের বিবাদ চলছিল। গত ৮ সেপ্টেম্বর এই বিবাদ চরমে ওঠে। বাসিন্দাদের অভিযোগ ওই দিন বচসা চলাকালীন লাল্টুবাবুকে বেধড়ক মারধর করেন তাঁর প্রতিবেশী আশিস মণ্ডল ও তাঁর পরিবারের লোকজন। খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে এসে লাল্টুবাবুকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় এনে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার রাতে মৃত্যু হয় তাঁর। এর পরেই লাল্টুবাবুর প্রতিবেশী আশিস মণ্ডল-সহ চার জনের বিরুদ্ধে এফআইআর করেন গ্রামবাসীরা। পুলিশের এক আধিকারিকের কথায় তদন্ত শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement