খাগড়াগড়-কাণ্ডে পেশ হল না চার্জশিট

নথিপত্রে সব সইসাবুদ না হওয়ায় খাগড়াগড়-কাণ্ডে চার্জশিট পেশ করতে পারল না জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শুক্রবার খাগড়াগড় কাণ্ডে ১৭ জন ধৃতকে কলকাতা নগর দায়রা আদালতে হাজির করানো হয়েছিল। এনআইএ-র একটি সূত্র জানাচ্ছে, সইসাবুদের কাজ মিটিয়ে আগামী সোমবারই চার্জশিট পেশ করা হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৫ ১৬:৩১
Share:

নথিপত্রে সব সইসাবুদ না হওয়ায় খাগড়াগড়-কাণ্ডে চার্জশিট পেশ করতে পারল না জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শুক্রবার খাগড়াগড় কাণ্ডে ১৭ জন ধৃতকে কলকাতা নগর দায়রা আদালতে হাজির করানো হয়েছিল। এনআইএ-র একটি সূত্র জানাচ্ছে, সইসাবুদের কাজ মিটিয়ে আগামী সোমবারই চার্জশিট পেশ করা হতে পারে।

Advertisement

এ দিন নগর দায়রা আদালতের মুখ্য বিচারক মুমতাজ খানের এজলাসে খাগড়াগড় কাণ্ডের তিন অভিযুক্ত শাহনুর আলম, রেজাউল করিম এবং হাবিবুর রহমান আদালতে এনআইএ-র বিরুদ্ধে রাতে ঘুমোতে না দেওয়া-সহ হেফাজতে নিয়ে অত্যাচারের অভিযোগ জানায়। যদিও এ সব অভিযোগ সাজানো বলে দাবি করেছেন এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ। আদালতের বাইরে শ্যামলবাবুর ব্যাখ্যা, ওই অভিযুক্তেরা দু’বার এনআইএ হেফাজতে ছিল। সে সময় আদালতে অভিযোগ জানায়নি। এনআইএ-র এক তদন্তকারী অফিসারের বক্তব্য, হেফাজতে থাকার সময় মাটিতে কম্বল বিছিয়ে শোওয়ার বদলে অভিযুক্তদের নরম গদিতে শোওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

এ দিন খাগড়াগড় কাণ্ডের অন্যতম অভিযুক্ত আমজাদ আলি শেখের আইনজীবী আদালতে তাঁর মক্কেলের হয়ে জামিনের আর্জি জানান। তাঁর বক্তব্য, বীরভূমের বাসিন্দা আমজাদ এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত নন। এই দাবির পাল্টা অভিযোগ জানান এনআইএ-র আইনজীবীও। দু’পক্ষের সওয়াল শেষে বিচারক অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন