মুম্বই যাওয়ার টাকা পেতে মাসিকে খুনের চেষ্টা, ধৃত ২

কোরিওগ্রাফার হওয়ার তীব্র ইচ্ছা। কিন্তু মুম্বইয়ে যাওয়ার জন্য হাতে টাকা নেই। সেই টাকা জোগানের কিনারা করতে বৃদ্ধ মাসিকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করল তাঁরই বোনপো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে এন্টালি থানার সাউথ শিয়ালদহ রোডে। পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় ৭০ বছরের ওই মহিলা বাণী চক্রবর্তী নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় পুলিশ ওই মহিলার বোনপো অভিযুক্ত নিলয় রায়চৌধুরী এবং তার এক বন্ধু বিজয় কুমারকে গ্রেফতার করেছে। বিজয় নারকেলডাঙার বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৪ ২২:১৬
Share:

কোরিওগ্রাফার হওয়ার তীব্র ইচ্ছা। কিন্তু মুম্বইয়ে যাওয়ার জন্য হাতে টাকা নেই। সেই টাকা জোগানের কিনারা করতে বৃদ্ধ মাসিকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করল তাঁরই বোনপো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে এন্টালি থানার সাউথ শিয়ালদহ রোডে।

Advertisement

পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় ৭০ বছরের ওই মহিলা বাণী চক্রবর্তী নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় পুলিশ ওই মহিলার বোনপো অভিযুক্ত নিলয় রায়চৌধুরী এবং তার এক বন্ধু বিজয় কুমারকে গ্রেফতার করেছে। বিজয় নারকেলডাঙার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, সাউথ শিয়ালদহ রোডে একটি দোতলা বাড়িতে ওই মহিলা এবং তাঁর বোন পরিবার নিয়ে থাকতেন। বাড়িটির দোতলায় বাণীদেবী এবং নিচের তলায় বোন শর্মিষ্ঠা রায়চৌধুরী থাকতেন। ধৃত নিলয় শর্মিষ্ঠাদেবীর ছেলে।

Advertisement

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে নিলয় এক বন্ধুকে বাড়িতে এনেছিল। বন্ধুর সঙ্গেই সে দোতলায় মাসি বাণীদেবীর কাছে যায়। টাকার জন্য মাসিকে জোর করতে থাকে। টাকা দিতে রাজি না হওয়ায় মাসির সঙ্গে তাদের বচসা শুরু হয়ে যায়। আলমারি খুলে নগদ টাকা, বাণীদেবীর কানের দুল, আংটি খুলে নেয়। অভিযোগ, বাধা দেওয়ায় এর পরেই আচমকা একটা গামছা নিয়ে মাসির উপরে চড়াও হয় তারা। শৌচগারে নিয়ে গিয়ে তাঁর গলায় গামছার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে। চেঁচামেচিতে জানাজানি হয়ে যাওয়ায় লুঠ করা জিনিসপত্র নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা।

প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, মুম্বইয়ে গিয়ে কোরিওগ্রাফার হওয়ার ইচ্ছা নিলয়ের অনেক দিনের। সম্প্রতি সে মুম্বইয়ে একটি নাচের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। কিন্তু হাতে টাকা না থাকায় ট্রেনের টিকিট কাটতে পারছিল না। টাকার জন্যই সে বাণীদেবীকে বেশ কয়েক দিন ধরে চাপ দিচ্ছিল। এর পরেই এই ঘটনা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে লুঠ করা জিনিসপত্রও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement