মালদহে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

বৃদ্ধাকে মারধর করে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে অবাধে লুঠপাট চালাল এক দল সশস্ত্র দুষ্কৃতী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের চৌকিমিরজাদপুরের ঠাকুরপাড়া গ্রামে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৫ ১৬:৫২
Share:

ঘটনার বিবরণ দিচ্ছেন দেশব্রতবাবুর স্ত্রী (হলুদ শাড়ি)। ছবি: মনোজ মুখোপাধ্যায়।

বৃদ্ধাকে মারধর করে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে অবাধে লুঠপাট চালাল এক দল সশস্ত্র দুষ্কৃতী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের চৌকিমিরজাদপুরের ঠাকুরপাড়া গ্রামে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Advertisement

কী ঘটেছিল ওই দিন?

পুলিশ ও পরিবার সূত্রে খবর, ওই রাতে গ্রামের স্থানীয় ব্যবসায়ী দেশব্রত ঠাকুরের (৪১) বাড়িতে চড়াও হয় এক দল দুষ্কৃতী। বাড়ির একতলাতেই ঘুমোচ্ছিলেন দেশব্রতবাবুর শাশুড়ি আভা ঠাকুর। রাত সাড়ে ১২টা নাগাদ সাত-আট জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র-হাঁসুয়া নিয়ে আভাদেবীর ঘরে ঢুকে পড়ে। আওয়াজ শুনে আভাদেবী উঠে পড়েন। অভিযোগ, তাঁকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে একতলার তিনটি ঘরে লুঠপাট চালিয়ে ২০ হাজার টাকা-সহ চার ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার সময় ওই বাড়ির দোতলায় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুমোচ্ছিলেন দেশব্রতবাবু। দুষ্কৃতীরা চলে যাওয়ার পর আভাদেবীর চিৎকারে দেশব্রতবাবুদের ঘুম ভাঙে। ছুটে আসেন স্থানীয় মানুষজনও। মঙ্গলবার ভোরে মানিকচক থানায় ডাকাতির অভিযোগ দায়ের করা হয়। মানিকচক থানার ওসি পূর্ণেন্দু সাহা বলেন, “ডাকাতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

Advertisement

গত মার্চেই মানিকচকের সাহেবনগর গ্রামে এক পুলিশকর্মীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement