বিসিসিআই-এর পরামর্শদাতা কমিটিতে সচিন-সৌরভ-লক্ষ্মণ

বিসিসিআই-এর নতুন পরামর্শদাতা কমিটিতে অন্তর্ভুক্তি ঘটতে চলেছে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণ। সোমবার টুইটারে এ কথা জানান বোর্ড সচিব অনুরাগ ঠাকুর। বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া বলেন, “ভারতীয় ক্রিকেটকে একটা বিশেষ উচ্চতায় নিয়ে যেতে এই তিন মহান ক্রিকেটার এগিয়ে আসায় খুব খুশি।”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ১৭:২৪
Share:

বিসিসিআই-এর নতুন পরামর্শদাতা কমিটিতে অন্তর্ভুক্তি ঘটতে চলেছে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণ। সোমবার টুইটারে এ কথা জানান বোর্ড সচিব অনুরাগ ঠাকুর। বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া বলেন, “ভারতীয় ক্রিকেটকে একটা বিশেষ উচ্চতায় নিয়ে যেতে এই তিন মহান ক্রিকেটার এগিয়ে আসায় খুব খুশি।”

Advertisement

বোর্ড সূত্রে খবর, ক্রিকেটারদের টেকনিক্যাল পরামর্শ দেবেন সচিন-সৌরভ-লক্ষ্মণ। ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন সচিন। তাঁদের উন্নতির দিকে লক্ষ্য রাখবেন তিনি। বিদেশের মাটিতে দলের সাফল্যের ব্লু-প্রিন্ট তৈরির দায়িত্বে থাকবেন সৌরভ এবং নতুন প্রতিভাদের নিয়ে কাজ করবেন লক্ষ্মণ।

ডালমিয়া বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই ভারতীয় দলের সার্বিক উন্নয়নের জন্য সৌরব-সচিন-রাহুলকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন। সেই মতো তাঁদের কাছে প্রস্তাবও পাঠানো হয়। সৌরভ ও সচিন রাজি হলেও রাহুল দ্রাবিড়ের কাছে থেকে তেমন কোনও সাড়া মেলেনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন