গাড়ি চাপা দিয়ে পালানোর মামলা

নিজেকে নির্দোষ দাবি সলমনের

২০০২ সালে মুম্বইয়ে গাড়ি চাপা দিয়ে পালানোর মামলায় শুক্রবার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন সলমন খান। তাঁর দাবি, দুর্ঘটনার দিন তিনি মত্ত অবস্থায় ছিলেন না। তা ছাড়া সে সময় গাড়ি চালাচ্ছিলেন চালক অশোক সিংহ। ২০০২ সালে ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ের ফুটপাতে ঘুমন্ত চার ব্যক্তিকে পিষে দিয়ে যায় একটি এসইউভি গাড়ি।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৫ ১৮:৪৩
Share:

২০০২ সালে মুম্বইয়ে গাড়ি চাপা দিয়ে পালানোর মামলায় শুক্রবার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন সলমন খান। তাঁর দাবি, দুর্ঘটনার দিন তিনি মত্ত অবস্থায় ছিলেন না। তা ছাড়া সে সময় গাড়ি চালাচ্ছিলেন চালক অশোক সিংহ।

Advertisement

২০০২ সালে ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ের ফুটপাতে ঘুমন্ত চার ব্যক্তিকে পিষে দিয়ে যায় একটি এসইউভি গাড়ি। সেই মামলায় দোষী সাব্যস্ত হন সলমন। এ দিন মুম্বই সেশন আদালতে হাজিরা দিয়ে সব দোষই ড্রাইভারের ঘাড়ে চাপিয়েছেন তিনি। তাঁর দাবি, “আমি প্রায় পনেরো মিনিট ওখানে ছিলাম, ড্রাইভারকে বলেছিলাম পুলিশকে যেন জানায়।” প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় ড্রাইভারের আসনে বসেছিলেন সলমন। এমনকী চালকের দিকের দরজা দিয়েই গাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। কিন্তু সলমন জানিয়েছেন, গাড়ির বাঁ দিকের দরজা খারাপ থাকায় ডান দিকের দরজা দিয়ে বেরোতে বাধ্য হন তিনি। এ দিন সকাল ১১টায় বোন আলভিরা ও অর্পিতাকে সঙ্গে নিয়ে আদালতে আসেন সল্লু মিঞাঁ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement