গোড়ালিতে চোট, শ্রীলঙ্কার বিরুদ্ধে নেই শামি

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়লেন পেসার মহম্মদ শামি। ভারতীয় বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর, ডান পায়ের গোড়ালিতে চোট পান শামি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৪ ১৫:৫৯
Share:

মহম্মদ শামি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়লেন পেসার মহম্মদ শামি। ভারতীয় বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর, ডান পায়ের গোড়ালিতে চোট পান শামি। চোটের কারণে বাদ পড়েন তিনি। তাঁকে দশ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা।

Advertisement

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি ম্যাচের জন্য সোমবার দল বাছেন নির্বাচকরা। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বিশ্রামে থাকায় এ দিনের বৈঠকে তাঁর নাম বিবেচিত হয়নি। পনেরো জনের ভারতীয় স্কোয়াডের নেতৃত্বে তাই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। শামির জায়গায় দলে ঢুকলেন মহারাষ্ট্রের মিডিয়াম পেসার ধবল কুলকার্নি। চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে অভিষেক হয় কুলকার্নির। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে পশ্চিমাঞ্চলের হয়ে সাত উইকেট নিয়ে নজর কাড়েন কুলকার্নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement