ফের সেনার উপর হামলা চালাল জঙ্গিরা। মণিপুরের পর এ বার অরুণাচলের তিরাপে অসম রাইফেলসের ক্যাম্পের উপর অতর্কিতে হামলা চালায় ৩৫-৪০ জনের এক দল জঙ্গি। জওয়ানরা পাল্টা জবাব দিলে পালিয়ে যায় জঙ্গিরা। এ দিনের হামলায় এনএসসিএন জঙ্গিরা জড়িত রয়েছে বলেই সন্দেহ পুলিশের। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার অজিত কুমার সিংলা।