শহরে দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা

শনিবার ও রবিবার কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরে। তবে দু’টি ক্ষেত্রেই হতাহতের কোনও খবর নেই। শনিবার রাতে সাড়ে ১১ টা নাগাদ প্রথম আগুন লাগে জোড়াবাগান থানা এলাকার দর্পনারায়ণ ঠাকুর রোডের একটি ধূপের গোডাউনে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০১৫ ১৬:০৭
Share:

শনিবার ও রবিবার কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরে। তবে দু’টি ক্ষেত্রেই হতাহতের কোনও খবর নেই।

Advertisement

শনিবার রাতে সাড়ে ১১টা নাগাদ প্রথম আগুন লাগে জোড়াবাগান থানা এলাকার দর্পনারায়ণ ঠাকুর রোডের একটি ধূপের গোডাউনে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। ঘণ্টা দু’য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অন্য দিকে, রবিবার সকালে ফের আগুন লাগে শেক্সপিয়র সরণি থানা এলাকায় নাগাল্যান্ড হাউসে। দমকল সূত্রে খবর, সকাল সাড়ে ১১টা নাগাদ দোতলা ওই বাড়িটির ছাদে একটি বাঁশ ও খড়ের তৈরি কাঠামোতে আগুন লাগে। তবে আধ ঘণ্টার মধ্যেই দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement