Suvendu- Rajib

‘অভিষেকের সেবাশ্রয় প্রকল্পে ভয় পেয়েছে’, নাম না করে শুভেন্দুকে ‘মেজখোকা’ বলে কটাক্ষ রাজীবের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। অভিষেকের উদ্যোগে নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্প চালু হবে। তৃণমূলের অভিযোগ, বিজেপির পক্ষ থেকে তা নিয়ে অপপ্রচার শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ০৩:৪৭
Share:

(সামনে) শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায় (পিছনে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘মেজখোকা’ বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নন্দীগ্রামে যে সেবাশ্রয় প্রকল্প হবে তাতে ভয় পেয়েছে বিজেপি। শুক্রবার রাজীবের হুঁশিয়ারি, ‘‘মেজখোকাকে এক ইঞ্চিও জমি ছাড়ব না।’’

Advertisement

সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন রাজীব। শুক্রবার কোলাঘাটে সাংগঠনিক সভা করতে যাওয়ার আগে হাওড়া থেকে তিনি বলেন, ‘‘নন্দীগ্রামে এ বার তৃণমূল ইঞ্চিতে ইঞ্চিতে লড়ে জিতবে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। অভিষেকের উদ্যোগে নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্প চালু হবে। তৃণমূলের অভিযোগ, বিজেপির পক্ষ থেকে তা নিয়ে অপপ্রচার শুরু হয়েছে। এই প্রসঙ্গে রাজীবের দাবি, “এটাই বিজেপির সংস্কৃতি। মানুষ চিকিৎসা পরিষেবা পাবে তাতেও বাধা দিচ্ছে।’’ শুভেন্দুর নাম না করে তাঁর কটাক্ষ, ‘‘নন্দীগ্রামের মেজখোকার এত ভয় কিসের?’’ তিনি আরও বলেন, ‘‘সেবাশ্রয় প্রকল্প মানুষকে সেবা করার জন্য। মানুষের ভোট ওঁরা পেতে চান অথচ মানুষকেই সেবা থেকে বঞ্চিত করতে চাইছেন।’’

Advertisement

গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফল প্রসঙ্গে রাজীব জানান, গণনা সংক্রান্ত মামলা এখনও বিচারাধীন। নিষ্পত্তি হয়নি। তাঁর দাবি, এ বারে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। বুঝিয়ে দেওয়া হবে বিজেপিকে। নন্দীগ্রামে তৃণমূলের জয় হবে বলেও দাবি রাজীবের। রাজীবকে অবশ্য পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই। তিনি বলেন, ‘‘এর আগে রাজীবকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তৃণমূল জিততে পারেনি।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘যে রাজ্যে স্বাস্থ্য দফতরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আলাদা করে স্বাস্থ্য পরিষেবা কেন দিতে হচ্ছে? তার মানে নন্দীগ্রামে স্বাস্থ্য পরিষেবার উন্নতি হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement