West Bengal SIR Hearing

এসআইআর শুনানি কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পড়লেন পিংলার এক বৃদ্ধা, নির্বাচন কমিশনকে দায়ী করলেন শাসকদলের বিধায়ক

সেখানে লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। তৃণমূলের ভোটসুরক্ষা শিবিরে ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ০১:৪২
Share:

অসুস্থ বৃদ্ধাকে দেখতে হাসপাতালে বিধায়ক অজিত মাইতি। নিজস্ব চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুনানি কেন্দ্রে হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন পিংলার যমুনা রাউত নামের এক বৃদ্ধা। আপাতত তিনি ভর্তি পিংলা গ্রামীণ হাসপাতালে।

Advertisement

সূত্রের খবর, এনুমারেশন ফর্মে ২০০২ সালের লিঙ্ক না থাকায় পিংলার বিডিও অফিসে ডেকে পাঠানো হয় ষাটোর্ধ্ব যমুনা দেবীকে। সেখানে লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। তৃণমূলের ভোটসুরক্ষা শিবিরে ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি। তিনি বিষয়টি বুঝতে পেরে সাহায্যের জন্য এগিয়ে আসেন। সঙ্গে সঙ্গে গাড়ির ব্যবস্থা করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থবোধ করেন যমুনা দেবী।

বিধায়ক অজিত মাইতি এই ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। তিনি জানান যে, এসআইআরের নামে কোনও কারণ ছাড়া দেশের প্রবীণ নাগরিকদের হেনস্থা করছে কমিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement