হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু সেন্ট জেভিয়ার্সের ছাত্রের

হস্টেলের ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হল সেন্ট জেভিয়ার্স কলেজের এক ছাত্রের। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাত সওয়া ন’টা নাগাদ বেকবাগানে কলেজের হস্টেলে। মৃত ছাত্রের নাম সৌভিক সিংহ (১৮)। বাড়ি বিহারের পটনায়। তিনি সেন্ট জেভিয়ার্সে রাশিবিজ্ঞান অনার্সে প্রথম বর্ষের ছাত্র ছিলেন। হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে ওই ছাত্র আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ১৮:৩৯
Share:

মৃত সৌভিক সিংহ।

হস্টেলের ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হল সেন্ট জেভিয়ার্স কলেজের এক ছাত্রের। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাত সওয়া ন’টা নাগাদ বেকবাগানে কলেজের হস্টেলে। মৃত ছাত্রের নাম সৌভিক সিংহ (১৮)। বাড়ি বিহারের পটনায়। তিনি সেন্ট জেভিয়ার্সে রাশিবিজ্ঞান অনার্সে প্রথম বর্ষের ছাত্র ছিলেন। হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে ওই ছাত্র আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। যদিও ওই ছাত্রের বাড়ির লোকের দাবি, সৌভিকের আত্মহত্যা করার কোনও কারণ ছিল না। কী করে তিনি ছাদ থেকে পড়ে গেলেন, তা-ও বোধগম্য হচ্ছে না বলে জানিয়েছেন সৌভিকের আত্মীয়েরা।

Advertisement

শনিবার বিকেলে এনআরএস-এর মর্গে সৌভিকের দেহের ময়নাতদন্ত হয়। পুলিশ সূত্রে খবর, উঁচু জায়গা থেকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে জানা গিয়েছে।

কলেজ কর্তৃপক্ষ অবশ্য ওই ছাত্রের আকস্মিক মৃত্যুর ঘটনায় মুখ খোলেননি। অধ্যক্ষ ফেলিক্স রাজ একটি অনুষ্ঠানে যোগ দিতে আপাতত গোয়ায়। টেলিফোন এবং এসএমএসের মাধ্যমে তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। এ দিন কলেজে গিয়ে কারও সঙ্গে কথা বলা যায়নি। কর্তৃপক্ষের তরফে এক শিক্ষাকর্মী জানান, কলেজের যা জানানোর তা বেনিয়াপুকুর থানাকে বলে দেওয়া হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বেকবাগানের হস্টেলের সাত তলায় আরও দু’জন রুমমেটের সঙ্গে থাকতেন সৌভিক। সেই সময় তাঁর এক রুমমেট হস্টেলে ছিলেন না বলেও পুলিশ সূত্রে খবর। কিন্তু কলেজের একটি সূত্রের দাবি, ওই দিন দুই সহপাঠীর সঙ্গেই ছিলেন সৌভিক। সহপাঠীরা টেলিফোনে কথা বলার জন্য এক সময় নীচে নামেন। তখনই সৌভিক ছাদ থেকে নীচে ঝাঁপিয়ে পড়েন। যদিও ওই দুই সহপাঠীই তাঁর রুমমেট কি না, তা স্পষ্ট নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন