নির্বিঘ্নে মিটল মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচন

নির্বিঘ্নেই মিটল মহারাষ্ট্র এবং হরিয়ানার ভোটগ্রহণ পর্ব। দুই রাজ্যে বুধবার কড়া নিরাপত্তার মধ্যে চলে বিধানসভা নির্বাচন। যদিও হরিয়ানার কয়েকটি জায়গা থেকে ছোটখাটো গণ্ডগোলের খবর পাওয়া গিয়েছে। সকাল ৭টা থেকে ওই দুই রাজ্যে শুরু হয়েছিল ভোটগ্রহণ। দিনের শেষে মহারাষ্ট্রে ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ এবং হরিয়ানায় পড়েছে ৭২ শতাংশেরও বেশি। ১৯৬৭ সালেও হরিয়ানায় ৭২ শতাংশ ভোট পড়েছিল। আগামী রবিবার, ১৯ অক্টোবর এই দুই রাজ্যের ফল ঘোষণা হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৪ ১৩:১০
Share:

নির্বিঘ্নেই মিটল মহারাষ্ট্র এবং হরিয়ানার ভোটগ্রহণ পর্ব। দুই রাজ্যে বুধবার কড়া নিরাপত্তার মধ্যে চলে বিধানসভা নির্বাচন। যদিও হরিয়ানার কয়েকটি জায়গা থেকে ছোটখাটো গণ্ডগোলের খবর পাওয়া গিয়েছে। সকাল ৭টা থেকে ওই দুই রাজ্যে শুরু হয়েছিল ভোটগ্রহণ। দিনের শেষে মহারাষ্ট্রে ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ এবং হরিয়ানায় পড়েছে ৭২ শতাংশেরও বেশি। ১৯৬৭ সালেও হরিয়ানায় ৭২ শতাংশ ভোট পড়েছিল। আগামী রবিবার, ১৯ অক্টোবর এই দুই রাজ্যের ফল ঘোষণা হবে।

Advertisement

গত লোকসভা নির্বাচনে মোদী ম্যাজিক কাজে লাগিয়ে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এসেছে। কিন্তু তার পর দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক উপনির্বাচনে ধাক্কা খেয়েছে দল। এমন পরিস্থিতিতে দেশের পশ্চিম এবং উত্তরের এই দুই রাজ্যকে নিজেদের দখলে রাখতে মরিয়া বিজেপি। সাফল্য পেতে বেশ কয়েকটি ঝুঁকিও নিতে হয়েছে দলকে। যেমন, মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট ভঙ্গ। যৌথ ভাবে লড়ে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সেখানে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী পদের দাবিদার হতে পারেন। সেই সম্ভাবনা এড়াতে শিবসেনার সঙ্গে জোটে যায়নি বিজেপি। যদিও ওই রাজ্যে কংগ্রেসের সঙ্গে ভেঙে গিয়েছে এনসিপি-র দীর্ঘ দিনের জোট। এরই পাশাপাশি, হরিয়ানাতেও ওমপ্রকাশ চৌটালার জাতীয় লোকদলের সঙ্গেও জোটের পথে যায়নি বিজেপি। একক ভাবে লড়েছে দুই রাজ্যে। জোট না গড়ে, আঞ্চলিক শক্তির বিরুদ্ধে লড়াই করে শেষমেশ ফল কী হবে, বিজেপি নিশ্চিত নয়। পাশাপাশি, আঞ্চলিক দলগুলিও সংশয়ে। বিহারে উপনির্বাচনের আগে নীতীশ-লালুর মধ্যে জোট হওয়ায় বিপাকে পড়েছিল বিজেপি। কিন্তু এ দিন যে দুই রাজ্যে নির্বাচন হয়, সেখানে তেমন কোনও জোট না হওয়াটাই তাদের চিন্তার কারণ।


হরিয়ানায় ভোট দেওয়ার অপেক্ষায় ভোটারেরা। ছবি: পিটিআই

Advertisement

মহারাষ্ট্রে মোট ভোটার প্রায় সওয়া আট কোটি। পুরুষ-মহিলা পরিচিতির বাইরে এই তালিকায় অন্যান্য হিসেবে ৯৮৪ জন ভোটার আছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এই রাজ্যে মোট ২৮৮টি আসনে লড়াই করছেন ৪ হাজার ১১৯ জন। এঁদের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ২৭৬। ৮৩টি আসনে প্রায় ১৫ জন করে প্রার্থী দাঁড়িয়েছেন। একটি আসনে আবার ৩২ জনেরও বেশি প্রার্থী লড়াই করছেন। বিজেপি ২৮০টি আসনে, বসপা ২৬০টি, সিপিআই ৩৪টি, সিপিএম ১৯টি, কংগ্রেস ২৮৭টি, এনসিপি ২৭৮টি, শিবসেনা ২৮২টি এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ২১৯টি আসনে প্রার্থী দিয়েছে। কমিশন জানিয়েছে, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলির পাশাপাশি ১৬৯৯ জন নির্দল প্রার্থী এ বারের বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছেন।

অন্য দিকে, হরিয়ানায় মোট আসন সংখ্যা ৯০। কংগ্রেস এবং বিজেপি সব ক’টি আসনেই প্রার্থী দিয়েছে। ৮৮টি আসনে লড়াই করছেন জাতীয় লোকদলের ৮৮ জন প্রার্থী। দলের হয়ে প্রচারে নেমেছিলেন ওমপ্রকাশ চৌটালা। কিন্তু অসুস্থতার কারণে জামিন নিয়ে ভোটের প্রচার করায়, আদালতের নির্দেশে ফের তাঁকে জেলে যেতে হয়েছে। বিএসপি এই রাজ্যে ৮৭টি আসনে, হরিয়ানা জনহিত কংগ্রেস ৬৫টি আসনে, সিপিএম ১৭টি আসনে এবং সিপিআই ১৪টি আসনে প্রার্থী দিয়েছে। নির্দল প্রার্থীর সংখ্যা ৬০৩। প্রায় ২৭০০ বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে প্রশাসন। সুষ্ঠু ভাবে নির্বাচন করাতে প্রশাসনের তরফে ভিডিও ক্যামেরা এবং সিসিটিভি-র ব্যবস্থা করা হয়।

দুই রাজ্যেই তারকা প্রার্থী প্রচুর। মহারাষ্ট্রে রয়েছেন পৃথ্বীরাজ চহ্বাণ, অজিত পওয়ার, আর আর পাটিল, ছগন ভুজবল, দেবেন্দ্র ফড়নভিস, একনাথ খাড়সে, বিনোদ তাওড়ে, পঙ্কজা মুন্ডে, রাজেন্দ্র দারদা প্রমুখ। অন্য দিকে, হরিয়ানায় এ দিন যে সব তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে তাঁরা হলেন, ভূপেন্দ্র সিংহ হুদা, রণদীপ সুরজেওয়ালা, অভয় চৌটালা, বিনোদ শর্মা, কুলদীপ বিশনোই প্রমুখ।

এক নজরে ভোট

মহারাষ্ট্র

হরিয়ানা

আসন সংখ্যা: ২৮৮
সরকার গঠন করতে আসন প্রয়োজন: ১৪৪+
প্রার্থী সংখ্যা: ৪ হাজার ১১৯
ভোটগ্রহণ কেন্দ্র: ৯ হাজার ৪০৩
ভোটার: ৮ কোটি ২৫ লক্ষ ৯১ হাজার ৮২৬

আসন সংখ্যা: ৯০
সরকার গঠন করতে আসন প্রয়োজন: ৪৫+
প্রার্থী সংখ্যা: ১ হাজার ৩৫১
ভোটগ্রহণ কেন্দ্র: ১৬ হাজার ২৪৪
ভোটার: ১ কোটি ৬১ লক্ষ ৫৮ হাজার ১১৭

২০০৯ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল


কংগ্রেস: ৮২


এনসিপি: ৬২


বিজেপি: ৪৬


শিবসেনা: ৪৪


অন্যান্য: ৫৪

২০০৯ সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল

কংগ্রেস: ৪০
ভারতীয় জাতীয় লোকদল: ৩১
নির্দল: ৭

হরিয়ানা জনহিত কংগ্রেস (বি এল): ৬
বিজেপি: ৪
বহুজন সমাজ পার্টি: ১
শিরোমণি আকালি দল: ১

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন