বাসের ধাক্কায় মৃত মহিলা

সাতসকালে বাসের ধাক্কায় প্রাণ গেল এক প্রৌঢ়ের। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে জ্যোতিন্দ্রমোহন অ্যাভিনিউ এবং অরবিন্দ সরণির সংযোগস্থলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৫
Share:

সাতসকালে বাসের ধাক্কায় প্রাণ গেল এক প্রৌঢ়ের। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে জ্যোতিন্দ্রমোহন অ্যাভিনিউ এবং অরবিন্দ সরণির সংযোগস্থলে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে হাওড়া থেকে সল্টলেকগামী একটি বেসরকারি বাস ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাসটিকে ফেলে রেখে দুর্ঘনাস্থল থেকে চম্পট দেয় চালক এবং কন্ডাক্টর। এ দিন দুপুর পর্যন্ত মৃতের কোনও পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা বটতলা থানায় খবর দিলে ময়না তদন্তের জন্য দেহটিকে নিয়ে যায় পুলিশ। বাসচালক এবং কন্ডাক্টরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement