অঙ্কের নোবেল ভারতীয় বংশোদ্ভূতের ঝুলিতে

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৪ ১১:৩১
Share:

মঞ্জুল ভার্গব

Advertisement

সুভাষ খোট

গণিত জগতের দু’টি খ্যাতনামা পুরস্কার এল দুই ভারতীয় বংশোদ্ভূত গণিতজ্ঞের হাতে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গণিতজ্ঞ মঞ্জুল ভার্গব পেলেন ফিল্‌ডস মেডেল। এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ‘কুর্ন ইন্সস্টিটিউট অফ ম্যাথমেটিক্যাল সায়েন্স’-এর কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক সুভাষ খোট পেলেন রল্‌ফ নেভালিন্না পুরস্কার। বুধবার সোলে ইন্ট্যারন্যাশনাল ম্যাথমেটিক্যাল ইউনিয়ন এই পুরস্কারের কথা ঘোষণা করে। এ বার ফিলড্‌স মেডেল পেয়েছেন চার জন। তার মধ্যে আছেন ইরানীয় মহিলা গণিতজ্ঞ মারিয়ম মিরজাখাদি। স্ট্যান্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতজ্ঞ মারিয়ম ফিল্‌ডস মেডেল জয়ী প্রথম মহিলা।

Advertisement

১৯৭৪-এ মঞ্জুল ভার্গবর জন্ম কানাডায়। তাঁর বেড়ে ওঠা আমেরিকায়। তবে ভারতেও বেশ কিছু সময় কাটিয়েছেন তিনি। ২০০১-এ প্রিন্সটন থেকেই পিএইচডি করে ২০০৩-এ সেখানেই কাজে যোগ দেন। নম্বর থিয়োরি নিয়ে তাঁর কাজ। যা সংখ্যার জ্যামিতিতে ‘স্মল র‍্যাঙ্ক’ গুনতে এবং ‘ইলিপটিক্যাল কার্ভ’-এর ‘বাউন্ড’-এর গড় র‍্যাঙ্ক বার করতে সাহায্য করেছে। অন্য দিকে সুভাষ খোট প্রিন্সটন-এরই ছাত্র। কাজ করেন ‘ইউনিক গেমস’ নিয়ে। ‘অপটিমাইজেশন’ সমস্যার ঠিকঠাক অনুমানে তাঁর কাজ সাহায্য করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন