আইএসএলে দিল্লির জার্সিতে খেলবেন রেমেকার্স

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৪ ১৫:০০
Share:

আইএসএলে আন্তর্জাতিক খেলোয়ারদের মধ্যে নতুন সংযোজন বেলজিয়ান রক্ষণ বিশেষজ্ঞ উইম রেমেকার্স। দিল্লির জার্সিতে দেখা যাবে তাঁকে। দিল্লি টিমের নাম ‘দিল্লি ডাইনামোস’। ফ্র্যাঞ্চাইজি তরফ থেকে বুধবার ঘোষণা করা হয়েছে, ২৯ বছর বয়সী রেমেকার্সকে আসন্ন আইএসএলে ‘দিল্লি ডাইনামোস’-এর জার্সিতে দেখা যাবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির খেলায় দু’শোরও বেশি ম্যাচ খেলেছেন বেলজিয়াম ও নেদারল্যান্ডসের হয়ে।

Advertisement

উচু দরের বেলজিয়ান ক্লাব ‘জেঙ্ক’-এর হয়ে প্রথম খেলা শুরু করেন তিনি। ২০০৫-এ নেদারল্যান্ডসের ‘ডেন বশ’ ক্লাবের হয়ে দ্বিতীয় শ্রেণির খেলায় সুযোগ পান। দু’বছর তাদের হয়ে খেলার পর বেলজিয়ামে ফিরে যান তিনি। ২০১১-য় ‘বেলজিয়ান প্রো লিগ’-এ খেলে বিশ্বের কাছে আত্মপ্রকাশ পায় তাঁর দক্ষতা। মেসির মতো বাঁ পায়ে খেলেন।

দিল্লি টিমের কোচ হার্ম ভান ভেলঢোভেন বলেছেন, “টিমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রেমেকার্স।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement