আইসিসি র‌্যাঙ্কিংয়ে ফের শীর্ষে ভারত

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০২
Share:

ছবি: এএফপি।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ফের একক ভাবে শীর্ষে ভারত। রবিবার হারারেতে জিম্বাবোয়ের কাছে অস্ট্রেলিয়ার অপ্রত্যাশিত হারের ফলে অজিদের টপকে ওয়ান ডে ক্রিকেটে এক নম্বরে উঠে এল ধোনিবাহিনী। ইংল্যান্ডে চলতি সিরিজে টানা দু’টি ম্যাচ জেতার ফলেও তাদের পয়েন্ট বেড়েছে। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার ফলে আজহারের নব্বইটি ওয়ান ডে জয়ের রেকর্ডও স্পর্শ করেছিলেন ধোনি।

Advertisement

৩১ বছর পরে জিম্বাবোয়ের কাছে হেরে ক্রমতালিকায় অজিরা নামলেন চার নম্বরে। অন্য দিকে, হারারেতে ত্রিদেশীয় সিরিজে ক্লার্কদের সঙ্গে জিম্বাবোয়েকে হারিয়ে ১১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১১১ পয়েন্ট নিয়ে পরের ধাপেই রয়েছে শ্রীলঙ্কা।

তবে চলতি সপ্তাহের শেষেই এই ক্রমতালিকায় বদলে যেতে পারে প্রথম তিনটি দেশের স্থান। এ সপ্তাহেই ভারত-ইংল্যান্ড ছাড়া খেলবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাও। সেক্ষেত্রে এক নম্বরে টিকে থাকতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে বাকি দু’টি ম্যাচ জিততেই হবে। সেই সঙ্গে হারারের ত্রিদেশীয় সিরিজের ফাইনালের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। সেই ম্যাচে অজিরা দক্ষিণ আফ্রিকাকে হারালে তবেই আইসিসি র‌্যাঙ্কিংয়ে অ্যাডভান্টেজ পাবে ভারত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন