আগুনে ভস্মীভূত চটের গুদাম

আগুনের দাপটে ভস্মীভূত হয়ে গেল একটি চটের গুদাম। জোড়াবাগান থানা এলাকার প্রসন্নকুমার ঠাকুর স্ট্রিটের ঘটনা। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে দমকল। পুলিশ জানায়, শুক্রবার সকাল পৌনে ৭টা নাগাদ ওই চটের গুদাম থেকে ধোঁয়া বেরতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই দমকলে খবর দেন। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৪ ১৮:২৬
Share:

আগুনের দাপটে ভস্মীভূত হয়ে গেল একটি চটের গুদাম। জোড়াবাগান থানা এলাকার প্রসন্নকুমার ঠাকুর স্ট্রিটের ঘটনা। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে দমকল।

Advertisement

পুলিশ জানায়, শুক্রবার সকাল পৌনে ৭টা নাগাদ ওই চটের গুদাম থেকে ধোঁয়া বেরতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই দমকলে খবর দেন। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। এর পর কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান দমকলকর্মীরা। প্রাথমিক তদন্তের পর তাঁরা জানিয়েছেন, ওই গুদামে চটের বিভিন্ন বস্তার সঙ্গে আরও কিছু দাহ্য পদার্থ মজুত করে রাখা ছিল। এ দিন কোনও ভাবে তাতেই আগুন ধরে গিয়ে বিপত্তি হয়েছে বলে তাঁদের অমুমান। যদিও আগুনের উৎস জানা যায়নি। তদন্ত চালাচ্ছে দমকল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement